যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

জালিয়াতির ঝুঁকি নির্দেশক – ফ্রড রিস্ক ইন্ডিকেটর

Posted On: 06 AUG 2025 4:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ অগাস্ট, ২০২৫ 

 

টেলিযোগাযোগ দপ্তরের তৈরি জালিয়াতির ঝুঁকি নির্দেশক বা ফ্রড রিস্ক ইন্ডিকেটর (এফআরআই) হ’ল এমন একটি ব্যবস্থাপনা, যা একটি মোবাইল নম্বরকে মাঝারি, বেশি কিংবা খুব বেশি ঝুঁকির বর্গে বিভক্ত করে চিহ্নিত করতে পারে। এই ব্যবস্থাপনা ব্যাঙ্ক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং ইউপিআই পরিষেবা প্রদানকারীদের কাছে বিশেষ সহায়ক। কোনও মোবাইল নম্বরের থেকে যোগাযোগের ক্ষেত্রে গ্রাহকের কতটা ঝুঁকি আছে, তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে তারা। এফআরআই প্রয়োগ করা যায় ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের মাধ্যমে। 
ব্যাঙ্ক এবং সমধর্মী প্রতিষ্ঠানগুলিকে এফআরআই ব্যবস্থাপনার সুযোগ গ্রহণ করতে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক। এর মাধ্যমে সতর্কতা কিংবা আর্থিক লেনদেন বন্ধ রাখার বার্তা পাঠানো সম্ভব গ্রাহকের কাছে। রিপোর্ট অনুযায়ী, এই প্রণালীর সুবাদে ৩৪টি ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান এবং ইউপিআই পরিষেবা প্রদানকারী ব্যবস্থা ১০.০২ লক্ষ ব্যাঙ্ক খাতা/পেমেন্ট ওয়ালেট নিষ্ক্রিয় করেছে। ৩.০৫ লক্ষ ব্যাঙ্ক খাতা/পেমেন্ট ওয়ালেটের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। 
টেলিযোগাযোগ দপ্তরের ডিজিটাল ইন্টেলিজেন্স ইউনিট শাখা সাইবার অপরাধ ও আর্থিক জালিয়াতি রোধ করায় ধারাবাহিকভাবে উদ্যোগী। সংশ্লিষ্ট প্রকল্প বাবদ ৫ বছরের জন্য ২২৮.১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ পেম্মাসানি চন্দ্রশেখর।

 

SC/AC/SB


(Release ID: 2153198)
Read this release in: English , Urdu , Hindi