বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

পাটশিল্পে দক্ষ শ্রমিকের ঘাটতি

Posted On: 05 AUG 2025 4:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ আগস্ট, ২০২৫

 

পাটশিল্পে দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে জাতীয় পাট পর্ষদের মাধ্যমে ভারত সরকার জুট রিসোর্স-কাম-প্রোডাকশন সেন্টার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের আওতায় পাট পর্ষদ মনোনীত সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন স্তরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 

কাঁচা পাটের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি, পাটের গুণগত মান উন্নত করার ওপরও জোর দিচ্ছে সরকার। এক্ষেত্রে অনিয়মিত বৃষ্টি, বাজারের ওঠা-নামা সহ অন্যান্য বিষয়ের কথা মাথায় রেখে ভারত সরকার জুট-ICARE (ইনপুট কাল্টিভেশন অ্যান্ড অ্যাডভান্সড রেটিং এক্সারসাইজ) কর্মসূচি চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে ধারাবাহিক এবং বিজ্ঞানসম্মত উপায়ে উচ্চমানের বীজ সহ আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ ঘটানো সম্ভব হবে। শুরু থেকেই এই কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। ২০২০-২১-এ সাতটি রাজ্যের ১৩০ ব্লকে এই কর্মসূচি চালু করা হয়েছিল। ২০২৪-২৫-এ তা ১০টি রাজ্যের ২৮৯টি ব্লকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে পাটচাষের সামগ্রিক খরচ ৮.৬৫ শতাংশ কমানো সম্ভব হয়েছে। সেইসঙ্গে, কৃষকদের সামগ্রিক আয় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে দেশে ১১৯টি পাটকল রয়েছে। এর মধ্যে ছ’টি ভারত সরকারের। ২০২১-২২ থেকে ২০২৪-২৫ পর্যন্ত ১২টি রাজ্যে ১০০টি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ২,২৪২ জন পাট শ্রমিক এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা উপকৃত হয়েছেন।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন বস্ত্র প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মারঘেরিটা।

 

SC/MP/DM


(Release ID: 2153195)
Read this release in: English , Urdu , Hindi