কৃষিমন্ত্রক
পিএম কিষান সম্মান নিধি-র সুবিধা প্রাপকদের জন্য পরিচয়পত্র
Posted On:
05 AUG 2025 4:42PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ অগাস্ট, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৯-এর ফেব্রুয়ারিতে পিএম কিষান প্রকল্পটির সূচনা করেন। যেসব কৃষকের কৃষিযোগ্য জমি রয়েছে তাঁরা এই কেন্দ্রীয় প্রকল্প থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের সংযুক্তিকরণ থাকলে ওই অ্যাকাউন্টে বছরে তিনবার সমহারে মোট ৬,০০০ টাকা প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে পাঠানো হয়।
দেশজুড়ে এই প্রকল্পের সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দিতে একটি ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। কেন্দ্রীয় সরকার ইতোমধ্যেই ২০টি কিস্তিতে ৩ লক্ষ ৯০ হাজার কোটি টাকা পাঠিয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়িত হয়েছে। এক্ষেত্রে কোনো মধ্যসত্ত্বভোগীর সাহায্য নেওয়া হয়নি। পিএম কিষান প্রকল্পে নতুন যারা নাম নথিভুক্ত করতে চান, তাঁদের মধ্যে ১৪টি রাজ্যের কৃষকদের একটি পরিচয়পত্র তৈরি বাধ্যতামূলক করা হয়েছে।
এর জন্য রাজ্যস্তরে একটি নিবন্ধীকরণের ব্যবস্থা গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকরা নিজেরা নাম নথিভুক্ত করতে পারেন, অথবা সিএসসি মোড-কে কাজে লাগাতে পারেন। সহায়ক মোড বা তৃণমূল স্তরে রাজ্যের কৃষি আধিকারিক বা রাজস্ব আধিকারিকদের সহায়তায় নথিভুক্তির কাজটি করতে পারেন। এই প্রক্রিয়ায় কেউ কোনো সমস্যার সম্মুখীন হলে জেলাস্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত নির্দিষ্ট ব্যবস্থাপনায় তাঁরা তাঁদের সমস্যা সমাধানে উদ্যোগী হতে পারেন। বর্তমানে পিএম কিষান প্রকল্পে আর্থিক সহায়তা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর।
SC/CB/SKD
(Release ID: 2153054)
Visitor Counter : 12