বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
অ্যালজাইমার রোগের সম্ভাব্য নিরাময়ের দিকে
Posted On:
05 AUG 2025 3:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ অগাস্ট, ২০২৫
মানসিক ক্ষমতা কেড়ে নেওয়া এবং দৈনন্দিন জীবনের শৃঙ্খলাকে বিনষ্ট করা অ্যালজাইমার রোগের চিকিৎসা ও নিরাময়ে খুব শীঘ্রই এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে।
আরএনএ এবং ছোট অণুগুলির ওপর ভিত্তি করে এক অভিনব থেরাপিউটিক চিকিৎসার বিকল্প পথের সন্ধান পাওয়া গেছে।
বিশ্বজুড়ে বহু মানুষ অ্যালজাইমারে আক্রান্ত। এর প্রাদুর্ভাব ভবিষ্যতে আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। স্মৃতিভ্রংশের জন্য ৭০-৮০ শতাংশ ক্ষেত্রে এই রোগ দায়ী। যেসব রোগে মানুষ মারা যান, তার মধ্যে এর স্থান পঞ্চম। এই রোগে মস্তিষ্কে প্রোটিন জমা হয়, স্মৃতিশক্তি কমে আসে এবং মানুষের বোধ-বুদ্ধি লোপ পায়।
বর্তমানে এর চিকিৎসার পরিধি খুবই সীমিত, অধিকাংশ ক্ষেত্রেই সাময়িক স্বস্তি ছাড়া নিরাময়ের আর কোনও উপায় পাওয়া যায় না। সম্প্রতি অ্যান্টিবডি ভিত্তিক কয়েকটি ওষুধ এই রোগের চিকিৎসায় অনুমোদিত হয়েছে, তবে এগুলির সুফলও সীমিত।
অ্যালজাইমারের জন্য দায়ী বিভিন্ন প্রোটিনের ভূমিকা ভালোভাবে পরীক্ষা করা হলেও মাইক্রো আরএনএ-র ভূমিকা এখনও সেভাবে বোঝা যায়নি। মাত্র গত বছরই এই মাইক্রো আরএনএ আবিষ্কারের জন্য মোডিসিনে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়িন্টিফিক রিসার্চ-এর গবেষকরা এই বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়েছিলেন।
মধু রমেশ এবং অধ্যাপক থিম্মাইয়া গোবিন্দ রাজুকে নিয়ে গঠিত দলটি একটি ডাবল ট্রান্সজেনিক এডি মাউস মডেল ব্যবহার করে অ্যালজাইমারের ক্ষেত্রে জড়িত মাইক্রো আরএনএগুলিকে চিহ্নিত করেছেন।
এই গবেষণাটি এনএআর মলিকিউলার মেডিসিনে প্রকাশিত হয়েছে। এতে বিভিন্ন মাইক্রো আরএনএ পথের নেটওয়ার্ক চিহ্নিত করা হয়েছে যা অ্যালজাইমারের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
গবেষকরা দেখেছেন এমআইআর ৭এ উল্লেখযোগ্যভাবে বাড়ছে এবং এগুলি প্রোটিন কেএলএফ ফোরকে নিশানা করছে। এমআইআর ৭এ-কেএলএলএফ ৪ অক্ষর নিউরো ইনফ্লেমেশন নিয়ন্ত্রণ করে যা অ্যালজাইমারের একটি প্রধান কারণ।
অধ্যাপক টি গোবিন্দ রাজু বলেছেন, এই গবেষণায় নিউরো ইনফ্লেমেশনের ক্ষেত্রে এমআইআর ৭এ-র নিয়ন্ত্রণমূলক ভূমিকা এবং কেএলএফ ৪কে নিশানা করে ফেরোপটোসিসের রহস্য উন্মোচন করে অ্যালজাইমার রোগ সম্পর্কে গুরুত্বপূ্র্ণ অন্তর্দৃষ্টি প্রদান করা হয়েছে।
গবেষকরা এমআইআরএন ভিত্তিক এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন যা এগুলিকে প্রতিরোধ করতে পারে।
এই গবেষণার ফল সঠিকভাবে প্রয়োগ করা হলে তা অ্যালজাইমার রোগের চিকিৎসা ও নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এর জেরে রোগীদের ওপর যে বিপুল আর্থ-সামাজিক বোঝা চাপে, তা দূর হবে।
SC/SD/NS….
(Release ID: 2152828)