সহযোগ মন্ত্রক
দেশের অর্থনীতিতে সমবায়ের অবদান
Posted On:
05 AUG 2025 3:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ আগস্ট, ২০২৫
জাতীয় এবং রাজ্যস্তরে জিডিপি-তে সমবায় ক্ষেত্রের অবদান সম্পর্কে বর্তমানে পৃথকভাবে কোনও তথ্য বা পরিসংখ্যান সেভাবে রাখা হয় না। তবে, ২০১৮ সালে ভারতের জাতীয় সমবায় ইউনিয়ন (এনসিইউআই)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতীয় অর্থনীতিতে সমবায়ের মাধ্যমে প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টির হার ১৩.৩০ শতাংশ। স্বনিযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানের হার ১০.৯১ শতাংশ।
অর্থ ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ওয়েব-ভিত্তিক পিএফএমএস রূপায়িত করা হচ্ছে। পিএফএমএস-এর লক্ষ্য ছিল, ভারত সরকারের সমস্ত প্রকল্পে দেয় অর্থ এবং প্রকল্প রূপায়ণের সর্বস্তরে খরচের হিসেব রাখা। কেন্দ্রীয় ক্ষেত্রের সমস্ত স্তরের প্রকল্পের নিবন্ধীকরণ এবং প্রকল্প রূপায়ণের সমস্ত স্তরে পিএফএমএস বাধ্যতামূলক। প্রকল্পের শেষ স্তর পর্যন্ত অর্থব্যয় সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পিএফএমএস কার্যকর ভূমিকা নিয়ে থাকে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ।
SC/MP/DM
(Release ID: 2152611)