নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রস্তাব মেনে ক্রেশ সহ ১৪,৫৯৯টি অঙ্গনওয়াড়ির অনুমোদন নারী ও শিশু বিকাশ মন্ত্রকের

Posted On: 01 AUG 2025 6:05PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ অগাস্ট ২০২৫

 

কেন্দ্রীয় প্রকল্প হিসেবে ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে কর্মরত মায়েদের শিশু সন্তানদের জন্য রাজীব গান্ধী জাতীয় ক্রেশ প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকার / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দেওয়া অর্থের আনুপাতিক হার হল ৯০:১০। 

২০২২ সালের ১ এপ্রিল থেকে চালু করা হয় পালনা প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য হল, ৬ মাস থেকে ৬ বছর পর্যন্ত শিশুদের ক্রেশের মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ প্রদান করা। এই প্রকল্পে কেন্দ্র এবং রাজ্যগুলির দেওয়া অর্থের আনুপাতিক হার হল ৬০:৪০। উত্তর পূর্ব এবং বিশেষ শ্রেণীভুক্ত রাজ্যগুলি ছাড়া বিধানসভা রয়েছে এমন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে অর্থের আনুপাতিক হার হল ৯০:১০। যেসব কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নেই, সেখানে ১০০% অর্থ দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। 

২৩.০৭.২০২৫ পর্যন্ত মন্ত্রকের পক্ষ থেকে ১৪,৫৯৯টি এডব্লুসিসি-র অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২৪৪৮টি এডব্লুসিসি চালু হয়ে গিয়েছে। 

লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে এই তথ্য দিয়েছেন নারী ও শিশু বিকাশ প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর। 

 


SC/MP/AS


(Release ID: 2151797)
Read this release in: English , Urdu , Hindi , Gujarati