গ্রামোন্নয়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা – ৪ এর আওতায় পর্যটন এবং জনজাতি উন্নয়নের প্রয়াস

Posted On: 01 AUG 2025 3:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ অগাস্ট, ২০২৫ 

 

ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় গ্রামীণ এলাকায় সড়ক পরিষেবার প্রসারে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-৪ এর মাধ্যমে কাজ করে চলেছে গ্রামোন্নয়ন মন্ত্রক। ২০১১’র জনগণনার ভিত্তিতে চিহ্নিত ২৫ হাজার সড়ক সংযোগহীন বসতি এলাকায় যাতায়াতের জন্য সবরকম আবহাওয়ায় ব্যবহার্য রাস্তা তৈরি করে দিতে চায় সরকার। 
ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ যোজনায় ১ হাজার হোমস্টে নির্মাণেরও লক্ষ্য রয়েছে। অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সেইসব জনবসতিকে, যেখানে জনসংখ্যা ৫০০-রও বেশি এবং তাঁর ৫০ শতাংশ জনজাতি গোষ্ঠীভুক্ত। উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলিতে ২৫০টিরও বেশি জনসংখ্যাবিশিষ্ট যেসব বসতিতে জনজাতি গোষ্ঠীভুক্তের সংখ্য ৫০ অথবা তার বেশি, সেগুলিও অগ্রাধিকারপ্রাপ্ত। 
২০২৫ – এর ২৮ জুলাই পর্যন্ত এই উদ্যোগের আওতায় জম্মু ও কাশ্মীরে ৬২টি প্রকল্পের আওতায় ২৯৬.৩০১ কিলোমিটার রাস্তা নির্মাণের মঞ্জুরি দেওয়া হয়েছে। এইসব সড়ক পর্যটনের প্রসারের পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলগুলির আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। 
প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাঅভিযান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের লক্ষ্যমাত্রা পূরণে অনুঘটকের কাজ করছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী কমলেশ পাসওয়ান।

 

SC/AC/SB…


(Release ID: 2151430)
Read this release in: English , Urdu , Hindi