প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

১২৭ বছর পর পবিত্র পিপারওয়া রেলিকসের ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী

Posted On: 30 JUL 2025 2:44PM by PIB Agartala

নতুন দিল্লি, ৩০ জুলাই, ২০২৫: আজ ১২৭ বছর পর ধর্মীয় পিপারহওয়া রেলিকস ভগবান বুদ্ধের ভারতে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী৷ এটিকে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য গর্বিত এবং আনন্দের মুহূর্ত হিসেবে অভিহিত করেন তিনি।

সামাজিক মাধ্যমে একটি ঘোষণায় 'বিকাশ বী বিরাসাত বী' এর মনোভাব প্রতিফলিত করে প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেছেন, ভারত ভগবান বুদ্ধের শিক্ষার প্রতি গভীর শ্রদ্ধা রাখে এবং দেশের আধ্যাত্মিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষায় অটল সংকল্পবদ্ধ। 

একটি থ্রেড পোস্টে শ্রী মোদী লিখেছেন:

'আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি একটি আনন্দময় দিন!'

এটি প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে যে ভারতীয় পৌরাণিক বুদ্ধের পবিত্র পিপারহওয়া রেলিকস ১২৭ বছর পর বাড়িতে ফিরে এসেছে। এই পবিত্র রেলিকগুলি ভারতের বুদ্ধ এবং তার নোবেল শিক্ষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ককে তুলে ধরে। “এটি আমাদের মহান সংস্কৃতির বিভিন্ন দিক সংরক্ষণ ও রক্ষা করার প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রদর্শন। #বিকাশ বি বিরাসত বি"

মনে রাখতে হবে যে পিপারহওয়া রেলিকগুলি ১৮৯৮ সালে আবিষ্কৃত হয়েছিল কিন্তু ঔপনিবেশিক শাসনের সময়ে সেগুলি ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছিল। যখন সেগুলি এই বছরের শুরুতে একটি আন্তর্জাতিক নিলামে উঠল, তখন আমরা এটি নিশ্চিত করেছি যাতে সেগুলি বাড়িতে ফিরে আসে। আমি এই প্রচেষ্টার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাই।"

*****

KMD/DM


(Release ID: 2150156)
Read this release in: English