কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

আত্মনির্ভর তৈলবীজ অভিযান

Posted On: 29 JUL 2025 4:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জুলাই, ২০২৫ 

 

দেশে তৈলবীজের উৎপাদন বাড়াতে এবং ভোজ্যতেল উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সরকার জাতীয় ভোজ্যতেল – তৈলবীজ অভিযান (এনএমইও – ওএস) হাতে নিয়েছে। এর আওতায় সর্ষে, সয়াবীন প্রভৃতি চিরাচরিত তৈলবীজের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি, তুলোর বীজ, নারকেলের মতো কৃষি পণ্য থেকেও ভোজ্যতেল নিষ্কাশন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় নিয়ে আসা হয়েছে তৈলবীজ ক্ষেত্রকে। 
৯টি প্রজাতির উচ্চ উৎপাদনশীল তৈলবীজ উৎপাদন করতে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ জাতীয় স্তরে সমন্বয়ের ভিত্তিতে বিভিন্ন কেন্দ্রীয় এবং প্রাদেশিক কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছে। চরম আবহাওয়ার সহ্য করতে সক্ষম সংকর প্রজাতির তৈলবীজ উদ্ভাবনে দুটি বড় গবেষণা প্রকল্প রূপায়িত হচ্ছে। 
এরফলে, বিভিন্ন ধরনের ৪৩২টি উচ্চ উৎপাদনশীল তৈলবীজ প্রজাতির বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনের বিজ্ঞপ্তি জারি হয়েছে বিগত ১১ বছরে। 
গত ৫ বছরে এই ধরনের ১ লক্ষ ৫৩ হাজার ৭০৪ ক্যুইন্টাল বিভিন্ন ধরনের তৈলবীজ পৌঁছে দেওয়া হয়েছে কৃষকদের হাতে। এই সরবরাহের জন্য জেলাস্তরে বিশেষ কেন্দ্র তৈরি করা হয়েছে। 
সংশ্লিষ্ট কর্মসূচির আওতায় সারা দেশে ৬০০-রও বেশি মূল্যশৃঙ্খল অঞ্চল চিহ্নিত হয়েছে। এর আওতায় রয়েছে ১০ লক্ষ হেক্টর চাষযোগ্য জমি। ঐসব অঞ্চলের কৃষকরা উচ্চমানের বীজ, তার চাষের উপযুক্ত প্রশিক্ষণ এবং নানাধরনের সহায়তা পাচ্ছেন বিনামূল্যে। 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রমেশ ঠাকুর। 

 

SC/AC/SB


(Release ID: 2150052)
Read this release in: English , Urdu , Hindi , Tamil