সংস্কৃতিমন্ত্রক
গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সৌধের রক্ষণাবেক্ষণ
Posted On:
28 JUL 2025 3:27PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ জুলাই, ২০২৫
ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ দেশের ৩৬৮৫টি সৌধের রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত রয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুদান পাওয়া যায়। প্রাপ্ত অর্থ সম্পদের উপর ভিত্তি করে এই সৌধগুলি রক্ষণাবেক্ষণ করা হয়। তবে, কোনো সৌধই খারাপ অবস্থায় নেই।
পশ্চিমবঙ্গের কলকাতা সার্কেলে ২০২০-২১ অর্থবর্ষে বিভিন্ন সৌধ রক্ষণাবেক্ষণের জন্য ৬ কোটি ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে ব্যয় হয়েছে ৬ কোটি ২ লক্ষ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছিল ৩ কোটি ৯৫ লক্ষ টাকা। ব্যয় হয়েছে ৩ কোটি ৯২ লক্ষ টাকা। রায়গঞ্জ সার্কেলে ২০২০-২১ অর্থবর্ষে বিভিন্ন সৌধ রক্ষণাবেক্ষণে বরাদ্দ করা হয়েছিল ১ কোটি ৩৫ লক্ষ টাকা। ২০২৪-২৫ অর্থ বর্ষে বরাদ্দের পরিমাণ ৩ কোটি ৮০ লক্ষ টাকা। এই সার্কেলে বরাদ্দকৃত সম্পূর্ণ অর্থই ব্যয় করা হয়েছে।
গুয়াহাটি সার্কেলে ২০২০-২১ অর্থবর্ষে ৩ কোটি ৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। বরাদ্দকৃত পুরো অর্থই ব্যয় হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ৩ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। ব্যয় করা হয়েছে ৩ কোটি ১৯ লক্ষ টাকা।
আইজল সার্কেলে ২০২০-২১ অর্থবর্ষে ১ কোটি ৩১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। বরাদ্দকৃত পুরো অর্থই ব্যয় হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ১ কোটি টাকা বরাদ্দ করা হয়। ব্যয় হয়েছে ৯৯ লক্ষ টাকা। আইজল সার্কেলে মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা এই তিনটি রাজ্য অন্তর্ভুক্ত।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
SC/CB/SKD
(Release ID: 2149380)