মহাকাশদপ্তর
azadi ka amrit mahotsav

সংসদে প্রশ্ন : ইসরোর উৎক্ষেপিত উপগ্রহ

Posted On: 24 JUL 2025 3:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ জুলাই, ২০২৫

 
২০২০ থেকে ইসরো ২২টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে। এরমধ্যে প্রথমটি জিস্যাট-৩০ উৎক্ষেপণ করা হয় ২০২০ সালের ১৭ জানুয়ারি। এ পর্যন্ত শেষ উপগ্রহ ইওএস-০৯ উৎক্ষেপণ করা হয়েছে ২০২৫-র ৮ মে। 


২০২০-তে মহাকাশ ক্ষেত্রে সংস্কারের ঘোষণার পর থেকে নথিভুক্ত স্পেস স্টার্টআপের সংখ্যা বেড়ে হয়েছে ৩০০-র বেশি।


ইনস্পেস ২০২২-এর নভেম্বর এবং ২০২৪-এর মে মাসে ভারতে স্পেস স্টার্টআপের দুটি সফল উপকক্ষ উড়ানে সহায়তা করেছে। এছাড়া ৬টি অসরকারি সংস্থা কক্ষে পাঠিয়েছে ১৪টি উপগ্রহ। 


ইনস্পেস এযাবৎ বিভিন্ন কাজের জন্য ৩৮০টির বেশি অসরকারি সংস্থার কাছ থেকে ৬৫৮টি আবেদনপত্র পেয়েছে। ২০২৫-এর ৩১ মার্চ পর্যন্ত সাহায্য দেওয়া হয়েছে ৮৯টি লঞ্চ ভেহিকল এবং সাব সিস্টেম, ২৩৬টি স্যাটেলাইট লঞ্চ এবং সাব সিস্টেম, ৪৩টি গ্রাউন্ড সেগমেন্ট, ১২৪টি স্পেস অ্যাপ্লিকেশন, ১২১টি প্রোমোশনাল অ্যান্ড ডিজাইন ল্যাব অ্যাক্টিভিটিজ ইত্যাদিতে। ইনস্পেস ৭৭টি সম্মতিপত্র দিয়েছে, ৭৯টি মৌ স্বাক্ষর করেছে, ৫৯টি নথিভুক্তিকরণ শংসাপত্র দিয়েছে। 


উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্যসূত্রে প্রধান খাদ্যশস্যগুলি সম্পর্কিত পূর্বাভাসে খাদ্য নিরাপত্তা সম্ভব হয়। পূর্বাঞ্চলের ৬টি রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, আসাম এবং পশ্চিমবঙ্গে জাতীয় খাদ্য নিরাপত্তা অভিযানে নিবিড় খরিফ ধান চাষে সাহায্য করে। উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহৃত হয় বিপর্যয় ব্যবস্থাপনায়, ক্ষতি নির্ধারণে, আগাম সতর্কতা ব্যবস্থা তৈরিতে। এগুলি ব্যবহার করে এমএইচএ, এনডিএমএ, রাজ্য ডিএমএস সংস্থাগুলি এবং এনডিআরএফ।


উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে প্রতিবছর বন্যা কবলিত এলাকার ছবি পাওয়া যায়, এতে বন্যা সংক্রান্ত বিপর্যয় ব্যবস্থাপনায় রাজ্যগুলির সুবিধা হয়। ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্টের অঙ্গ হিসেবে ইসরো গোদাবরী এবং তাপী নদীর জন্য আগাম বন্যা সতর্কতা ব্যবস্থা তৈরি করেছে। ২০২২ থেকে এটি কাজ করছে। বনে আগুন লাগার মরসুমে প্রতিদিন ৬ থেকে ৮ বার উপগ্রহ তথ্য ব্যবহার করে দাবানলের খোঁজ চলে। 


গগনযান পরবর্তী অভিযানের জন্য সরকার থেকে প্রাপ্ত অনুমোদনের অঙ্গ হিসাবে ২০২৪-এর ৯ অক্টোবর গগনযান কর্মসূচির পুনঃসমীক্ষা করা হয়েছে। দ্বিতীয় মানব অভিযানটি হবে প্রথম অভিযানের সাফল্যের পরে। দুটি অভিযানের মধ্যে মিল থাকায় বিভিন্ন সংস্থার সঙ্গে চলতি যৌথ উদ্যোগ আশা করা হচ্ছে আগামী দিনেও অব্যাহত থাকবে। 

আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, পৃথ্বীবিজ্ঞানের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দফতর, পারমাণবিক শক্তি দফতর, মহাকাশ দফতর, কর্মীবর্গ, জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই তথ্য জানিয়েছেন। 
   
 
SC/ AP /AG


(Release ID: 2147907)
Read this release in: Tamil , English , Urdu , Hindi