আদিবাসীবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

“ধরতী আবা ট্রাইবপ্রেনিওর্স”

Posted On: 23 JUL 2025 4:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ জুলাই ২০২৫

 

শ্রী মিথিলেশ কুমার এবং শ্রী মোকারিয়া রামভাই-এর এক লিখিত প্রশ্নের উত্তরে আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে রাজ্যসভায় জানিয়েছেন, ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীতে চালু হওয়া জনজাতীয় গৌরব দিবসের আওতায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে ৩-৫ এপ্রিল ধরতী আবা ট্রাইবপ্রেনিওর্স, ২০২৫-এর আয়োজন করা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল তপশিলি জাতিভুক্তদের জন্য শিল্পোদ্যোগের মঞ্চ গড়ে তোলা এবং আদিবাসীদের স্টার্ট-আপে উৎসাহিত করা। 


আদিবাসী শিল্পোদ্যোগীদের উদ্ভাবনকে তুলে ধরার পাশাপাশি, তাঁদের ব্যবসা-বাণিজ্যকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরার ক্ষেত্রে মঞ্চ হিসেবে কাজ করেছে  
ধরতী আবা ট্রাইবপ্রেনিওর্স, ২০২৫।

এই কাজে মন্ত্রকের পক্ষ থেকে আইআইএম কলকাতা, আইআইটি দিল্লি, আইআইএম কাশীপুর, আইআইটি ভিলাই, আইআইটি গুয়াহাটির সহায়তা নেওয়া হয়েছে। এক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক হল, তপশিলি জাতিভুক্তদের জন্য ভেঞ্চার মূলধনী তহবিল গঠন। এতে প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

 

SC/MP/DM


(Release ID: 2147688)
Read this release in: English , Hindi , Urdu