বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদে প্রশ্নোত্তর: গবেষণা ও উন্নয়নে মহিলাদের অংশগ্রহণ

Posted On: 23 JUL 2025 3:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০২৫ 

 

মহারাষ্ট্র সহ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গবেষণা ও উন্নয়নে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি করতে সরকার একাধিক প্রকল্প বাস্তবায়িত করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ (ডিএসটি) কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে মহিলাদের অংশগ্রহণকে উৎসাহিত করতে ডব্লিউআইএসই – কিরণ উদ্যোগ চালু করেছে। এই প্রকল্পের আওতায় বিজ্ঞানে ডক্টরেট করতে আগ্রহী মহিলাদের সাহায্য করা হয়। 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের আওতায় জৈব প্রযুক্তি বিভাগ বায়োকেয়ার ফেলোশিপ কর্মসূচি নামে একটি প্রকল্প চালু করেছে। এর লক্ষ্য – জৈব প্রযুক্তি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে মহিলা বিজ্ঞানীদের অংশগ্রহণ বাড়ানো। 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের স্বাস্থ্য ও গবেষণা বিভাগ মহিলা বিজ্ঞানী প্রকল্প ডব্লিউএসএস বাস্তবায়িত করেছে। 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের আওতায় বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা বিভাগ বিএসআইআর গ্রামীণ ও আধা-শহরের মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণের জন্য টিডিইউপিডব্লিউ প্রকল্প বাস্তবায়িত করেছে। 
লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ভূ-বিজ্ঞান প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), প্রধানমন্ত্রীর দপ্তর, পারমাণবিক শক্তি ও মহাকাশ বিভাগ, কর্মী, জনঅভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। 

 

SC/PM/SB…


(Release ID: 2147678)
Read this release in: English , Urdu , Hindi