গ্রামোন্নয়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিধবা এবং দিব্যাঙ্গদের জন্য পেনশন প্রকল্প

Posted On: 22 JUL 2025 5:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জুলাই, ২০২৫

 

জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (এনএসএপি)-র আওতায় এনএসএপি-পিপিএস-এ ডিজিটালাইডজ সুবিধাভোগীর সংখ্যা অথবা রাজ্যের সীমা, যেটি কম, তার ওপর ভিত্তি করে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অর্থ বরাদ্দ করা হয়। জেলা/ব্লক/গ্রাম/শহরে সুবিধাভোগীদের পেনশন দেওয়া সহ প্রকল্প বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অর্থ দেওয়া হয়। গত ৫ বছরে ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প (আইজিএনডাব্লুপিএস) এবং ইন্দিরা গান্ধী জাতীয় বিশেষভাবে সক্ষম পেনশন প্রকল্প (আইজিএনডিপিএস)-এর আওতায় অন্ধ্রপ্রদেশ সহ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অর্থ বরাদ্দ ও মঞ্জুর করা হয়েছে।

এনএসএপি-র নির্দেশিকা অনুযায়ী এনএসএপি-র বিভিন্ন প্রকল্পের বিষয়ে ধারাবাহিকভাবে প্রচার চালানো হয়েছে। এছাড়াও সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রতি ৩ মাসে প্রতিটি গ্রাম পঞ্চায়েত/ওয়ার্ডে (গ্রামীণ/শহর) ‘পেনশন দিবস‘ আয়োজনের জন্য অনুরোধ করা হয়েছে, যাতে সুবিধাভোগীরা তাঁদের অভিযোগ জানাতে পারে, তথ্য জানতে পারেন এবং একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। 

ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে ১৭৯.৯৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওই একই অর্থবর্ষে পশ্চিমবঙ্গে ২১৭.৪৯ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে এ রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে ১৭৯.৯৪ কোটি টাকা এবং মঞ্জুর করা হয়েছে ১৭৯.২৬ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে ২০৮.০১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং মঞ্জুর করা হয়েছে ২০৩.৯০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গে ২১৭.৪৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং মঞ্জুর করা হয়েছে ৩৪০.৯৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য বরাদ্দ করা হয়েছে ২১৭.৪৪ কোটি টাকা এবং মঞ্জুর করা হয়েছে ২৭১.২২ কোটি টাকা। 

ইন্দিরা গান্ধী জাতীয় বিশেষভাবে সক্ষম পেনশন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে ২৩.১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং মঞ্জুর করা হয়েছে ২২.৭৮ কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষের জন্য বরাদ্দ করা হয়েছে ২৩.১৩ কোটি টাকা এবং মঞ্জুর করা হয়েছে ১৩.৮৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য বরাদ্দ করা হয়েছে ১৯.৫৬ কোটি টাকা এবং মঞ্জুর করা হয়েছে ১১.৩১ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য বরাদ্দ করা হয়েছে ১৯.৫৪ কোটি টাকা এবং মঞ্জুর করা হয়েছে ৩২.৩৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য বরাদ্দ করা হয়েছে ১৯.৫৪ কোটি টাকা এবং মঞ্জুর করা হয়েছে ২০.২৬ কোটি টাকা। 

লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী কমলেশ পাসওয়ান।

 


SC/SS/NS


(Release ID: 2147250)
Read this release in: English , Urdu , Hindi