সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রীলঙ্কার ওয়াসকাদুয়ায় অশোকস্তম্ভে একটি প্রতিকৃতির আবরণ উন্মোচন

Posted On: 22 JUL 2025 6:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ জুলাই, ২০২৫

 


শ্রীলঙ্কার ওয়াসকাদুয়ায় পবিত্র শ্রী সুভুথি বিহারে অশোকস্তম্ভের একটি প্রতিকৃতির আবরণ উন্মোচন করা হয়েছে ২১ জুলাই। কলম্বো থেকে ৪২ কিলোমিটার দক্ষিণে কালুতারা জেলায় এই বৌদ্ধ মন্দিরটি অবস্থিত।  এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ওয়াসকাদুয়ায় শ্রী সুভুথি বিহারের মাহিন্দা ওয়াসনা মহানায়কা থেরো, শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী সন্তোষ ঝা, ওয়াসকাদুয়া প্রদেশিয়া সভার চেয়ারম্যান শ্রী অরুণ প্রসাদ চন্দ্রশেখর সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

তিব্বতী বৌদ্ধ ধর্মের অন্যতম আধ্যাত্মিক নেতা ক্যাবজে লিং রিংপোচে শ্রীলঙ্কায় অশোকস্তম্ভের এই প্রতিকৃতিটি স্থাপনের অর্থ ব্যয় করেছেন। ষষ্ঠ অবতার ক্যাবজে ইয়ংজিন লিং রিংপোচে বৌদ্ধদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র। তিনি ৯৭তম গাদেন ত্রিপা হিসেবে দায়িত্বপালন করেছেন এবং চতুর্দশ দলাই লামার একজন শিক্ষক ছিলেন। সপ্তম অবতার কর্ণাটকের দ্রেপুং লোসলিং মোনাস্টিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত,  যিনি ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিষয়ে ভাবে পাঠদান করে থাকেন।  

অশোকস্তম্ভের এই প্রতিকৃতি নির্মাণ প্রকল্পের শিলান্যাস করেন হাই কমিশনার সন্তোষ ঝা, গত বছরের ২৮ জানুয়ারি। ওয়াসকাদুয়া মাহিন্দা ওয়াসনা মহানায়কা থেরো জানান, শ্রীলঙ্কায় সম্রাট অশোকের পরিব্রাজনকালে সেদেশের মানুষকে তিনি যেভাবে সেবা করেছেন, তারই স্বীকৃতি স্বরূপ এই প্রতিকৃতি নির্মিত হয়েছে। সম্রাট অশোক, তাঁর পুত্র এবং কন্যাকে বুদ্ধ শাসনের জন্য উৎসর্গ করেন। ভারতীয় হাই কমিশনার সন্তোষ ঝা বলেন, এই উদ্যোগ দুটি দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এই ঐতিহ্যকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকার ২০২০-র সেপ্টেম্বরে ১ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলারের বিশেষ অনুদানের কথা ঘোষণা করে। এই প্রকল্পের আওতায় শ্রীলঙ্কা জুড়ে ১০ হাজার বৌদ্ধ মন্দির ও গুম্ফার সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়। ভারত সরকার পালি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ায় শ্রীলঙ্কার বৌদ্ধ পণ্ডিতরা এই সিদ্ধান্তকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সর্বশেষ দ্বীপরাষ্ট্র সফরের সময়ে অনুরাধাপুরা পবিত্র শহর প্রকল্পে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। 

আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশনের উপ মহাসচিব ডঃ দামেন্দ পোরেজ জানান, ওয়াসকাদুয়ার এই বৌদ্ধ মন্দিরটিতে কপিলাবস্তুর পবিত্র স্মরক রাখা আছে, তাই সে দিক থেকে অশোকস্তম্ভের প্রতিকৃতি এখানে নির্মাণ করায় এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

SC/CB/SKD


(Release ID: 2147205)
Read this release in: English , Urdu , Hindi