পরিবেশওঅরণ্যমন্ত্রক
সংসদের প্রশ্নোত্তর:- জলবায়ু পরিবর্তন প্রতিরোধে জাতীয় স্তরে নির্ধারিত লক্ষ্যমাত্রা
Posted On:
21 JUL 2025 3:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২৫
প্যারিস চুক্তি অনুযায়ী, রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যার সমাধানে গঠিত কনভেনশন – ইউনাইটেড নেশনস্ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) – এ ভারত জাতীয় স্তরে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিছু অঙ্গীকার করেছে। জাতীয় স্তরে নির্ধারিত অবদান বা ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি) বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এই পদক্ষেপগুলির আওতায় রয়েছে – বিভিন্ন সময়ে প্রয়োজনীয় নীতি-নির্ধারণ করা, নানা প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়ন এবং জলবায়ু সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। এক্ষেত্রে পরিবেশ-বান্ধব জ্বালানীর ব্যবহার বৃদ্ধি, দক্ষভাবে জ্বালানীর ব্যবহার করা, শহরাঞ্চলে কার্বন নিঃসরণ হ্রাস করতে নানা ব্যবস্থা গ্রহণ, বর্জ্য থেকে সম্পদ সৃষ্টি, সুরক্ষিত ও সুস্থায়ী পরিবেশ-বান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, বনসৃজনের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি, কৃষি ক্ষেত্রে পরিবেশ অনুকূল বিভিন্ন পদ্ধতিকে ব্যবহার করা, উপকূলীয় অঞ্চল এবং জলসম্পদের যথাযথ ব্যবহার। এর পাশাপাশি, ‘মিশন লাইফ’ এবং ‘এক পেড় মা কে নাম’ উদ্যোগের মাধ্যমে নাগরিকদের যুক্ত করে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকার জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার সমাধানে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ (এনএপিসিসি) বাস্তবায়িত করছে। এই কর্মসূচির আওতায় সৌরশক্তি, দক্ষভাবে জ্বালানীর ব্যবহার, জল, কৃষি, হিমালয় বাস্তুতন্ত্র, সুস্থায়ীভাবে বসবাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যার সমাধানে যেসব কৌশল অবলম্বন করা হয়, সেগুলির জন্য নয় ধরনের জাতীয় মিশনের পরিকল্পনা করা হয়েছে। এনএপিসিসি-র নিয়মানুসারে রাজ্যগুলিও স্টেট অ্যাকশন প্ল্যানস্ অন ক্লাইমেট চেঞ্জ (এসএপিসিসি) কার্যকর করছে। এনএপিসিসি, এসএপিসিসি-র বিভিন্ন কর্মসূচিকে সহায়তা করে থাকে।
ফলস্বরূপ, ২০১৪ সালে ভারতে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হ’ত ২.৮২ গিগাওয়াট। ২০২৫ সালের জুন মাসে তা ৪১ গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে ১১৬.২৫ গিগাওয়াট। ২০০৫ সালে মোট অভ্যন্তরীণ উৎপাদনের নিরিখে দেশে যে পরিমাণ কার্বন নিঃসরণ হ’ত, ২০২০ সালে তা ৩৬ শতাংশ হ্রাস পেয়েছে। এ বছরের জুন মাসে এনডিসি-র লক্ষ্যমাত্রা অর্জনে ভারত এক বিরাট সাফল্য অর্জন করেছে। অজীবাশ্ম জ্বালানী থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ৫০ শতাংশে পৌঁছেছে। এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হ’ত। কিন্তু, সরকারের জলবায়ু সংক্রান্ত অঙ্গীকারের কারণে নির্ধারিত সময়ের আগেই তা অর্জিত হয়েছে। বিশ্বের নিরিখে মাথাপিছু কার্বন নিঃসরণের পরিমাণ ভারতে অনেক কম। তা সত্ত্বেও জি-২০ গোষ্ঠীভুক্ত যে’কটি দেশ কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা অর্জন করেছে, ভারত তার মধ্যে অন্যতম।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শ্রী কীর্তি বর্ধন সিং।
SC/AP/SB
(Release ID: 2146477)