অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ৪০ কোটি টাকার ৪ কেজিরও বেশি কোকেন জব্দ করেছে ডিআরআই; একজনকে গ্রেপ্তার

प्रविष्टि तिथि: 19 JUL 2025 10:45AM by PIB Agartala

নতুন দিল্লি, ১৯ জুলাই, ২০২৫: সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) বেঙ্গালুরু জোনাল ইউনিটের কর্মকর্তারা ১৮.০৭.২০২৫ তারিখের ভোরে দোহা থেকে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে আগত এক ভারতীয় পুরুষ যাত্রীকে আটক করেন।

তার লাগেজ সাবধানে পরীক্ষা করার পর দেখা যায় যে প্যাকটিতে অস্বাভাবিকভাবে ভারী দুটি সুপারহিরো কমিক/ম্যাগাজিন ছিল। অফিসাররা সাবধানে ম্যাগাজিনের কভারের পাশে লুকানো সাদা পাউডার উদ্ধার করেন।

পাউডারটিতে কোকেনের উপস্থিতি পাওয়া গেছে। উদ্ধারকৃত কোকেনের ওজন ৪,০০৬ গ্রাম (৪ কেজিরও বেশি) এবং আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা, এনডিপিএস আইনের বিধান অনুসারে এটি জব্দ করা হয়েছে।

পরবর্তীতে যাত্রীকে এনডিপিএস আইন, ১৯৮৫ এর বিধান অনুসারে গ্রেপ্তার করা হয় এবং ১৮.০৭.২০২৫ তারিখে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

*****

KMD/DM


(रिलीज़ आईडी: 2146288) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English