প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

অত্যন্ত উচ্চতায় আকাশ প্রাইম-এর সফল পরীক্ষা

Posted On: 17 JUL 2025 4:45PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ জুলাই, ২০২৫

 

লাদাখে অত্যন্ত উঁচু স্থানে ভারত দুটি দ্রুত গতিসম্পন্ন মানববিহীন আকাশযানে সফল আঘাত হেনে নতুন এক মাইলফলক অর্জন করলো। ভারতীয় সেনাবাহিনীর জন্য আকাশ সমরাস্ত্র ব্যবস্থাপনার উন্নত সংস্করণ এই আকাশ প্রাইম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৫০০ মিটার উচ্চতায় এই ব্যবস্থাপনা কতটা কার্যকর তা এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে। এই ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘রেডিও ফ্রিকোয়েন্সি সিকার’ ব্যবহার করা হয়েছে, যা আগের থেকে আরও উন্নত। পূর্ববর্তী আকাশ সমরাস্ত্র ব্যবস্থাপনা ব্যবহার করার সময়ে যে অসুবিধাগুলি দেখা গিয়েছিল সেগুলিকে সমাধান করে উন্নতমানের আকাশ প্রাইম তৈরি করা হয়।  

ভারত ডায়নামিক্স লিমিটেড, ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডের মতো প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সঙ্গে সেনাবাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেমের গবেষকরা যৌথভাবে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের সাহায্যে আকাশ প্রাইম সমরাস্ত্র ব্যবস্থাপনাটি তৈরি করেছে। এর ফলে, অনেক বেশি উচ্চতায়, বিশেষ করে উঁচু পার্বত্য অঞ্চলে দেশের বিমান বাহিনীর শত্রুপক্ষের হামলাকে প্রতিহত করার ব্যবস্থাপনা আরো শক্তিশালী হবে। অপারেশন সিঁদুর অভিযানে ভারত দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমকে কাজে লাগিয়ে যথেষ্ট সাফল্য অর্জন করেছে। বর্তমানে আন্তর্জাতিক সমরাস্ত্র বাজারে দেশের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা সমাদৃত হচ্ছে।

আকাশ প্রাইমের সাফল্যে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং সেনাবাহিনী, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন এবং সামরিক সরঞ্জাম উৎপাদনকারী শিল্প সংস্থাগুলিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে পার্বত্য অঞ্চলে অত্যুচ্চ স্থানে ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে। প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা ও উন্নয়ন দপ্তরের সচিব ডঃ সমীর ভি কামাত এই সফল পরীক্ষার জন্য সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

SC/CB/SKD/


(Release ID: 2145725)