শিল্পওবাণিজ্যমন্ত্রক
জুন, ২০২৫-এ ভারতে পাইকারি মূল্যসূচক (ভিত্তিবর্ষ : ২০১১-১২)
Posted On:
14 JUL 2025 12:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ জুলাই, ২০২৫
সর্বভারতীয় পাইকারি মূল্যসূচকের ভিত্তিতে মুদ্রাস্ফীতির বার্ষিক হার ২০২৫-এর জুন মাসে (২০২৪-এর জুন মাসের তুলনায়) (-) ০.১৩% (প্রাথমিক হিসেব অনুযায়ী)। ২০২৫-এর জুন মাসে মুদ্রাস্ফীতির এই হ্রাস ঘটেছে খাদ্যদ্রব্য, খনিজ তেল, মৌল ধাতুর উৎপাদন, অশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদির দাম কমায়।
২০২৫-এর মে মাসের তুলনায়, জুন মাসে পাইকারি মূল্য সূচক কমেছে (-) ০.১৯%।
মৌলিক দ্রব্যগুলির মুদ্রাস্ফীতি কমেছে ৩.৩৮। জ্বালানি ও বিদ্যুতের মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে ২.৬৫। উৎপাদিত পণ্যের মুদ্রাস্ফীতি ১.৯৭। খাদ্যদ্রব্যে হ্রাস পেয়েছে ০.২৬।
পরবর্তী জুলাই, ২০২৫-এর পাইকারি মূল্যসূচক প্রকাশিত হবে ১৪.০৮.২০২৫-এ।
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144453
SC/AP/SKD
(Release ID: 2144501)