অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিআরআই-এর "অপারেশন ফায়ার ট্রেইল"-এ ৩৫ কোটি টাকার চীনা বাজি বাজেয়াপ্ত

Posted On: 11 JUL 2025 7:22PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ জুলাই ২০২৫

 

ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স - ডিআরআই ভারতে চীনা বাজি চোরাচালানের একটি প্রচেষ্টাকে বানচাল করেছে। ডিআরআই-এর অপারেশন ফায়ার ট্রেইল নবসেবা বন্দর, মুন্দ্রা বন্দর, কান্দলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ৭টি কন্টেইনার থেকে নিষিদ্ধ বাজিগুলিকে উদ্ধার করে। এর বাজার দর ৩৫ কোটি টাকা। কেএএসইজেড-এর নামে ১০০ মেট্রিকটন বাজি অবৈধভাবে চীন থেকে নিয়ে আসা হচ্ছিল। কন্টেইনারগুলির ওপরে লেখা ছিল কৃত্রিম ফুল, প্ল্যাস্টিকের ম্যাট এবং ঘর সাজানোর জন্য গাছ। 

দেশের অভ্যন্তরে রাজস্বকে ফাঁকি দিতে কোন কোন কন্টেইনার কান্দলা বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিয়ে পাচার করার চেষ্টা করা হয়। এই ঘটনার মূলচক্রীকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। পেট্রোলিয়াম এবং বিস্ফোরক পদার্থের নিরাপত্তা সংক্রান্ত সংস্থা পেসো-র ২০০৮ সালের নিয়ম অনুসারে যেহেতু এই বাজিগুলিতে রেড লেড, কপার অক্সাইড ও লিথিয়ামের মতো নিষিদ্ধ পদার্থ রয়েছে, তাই  এগুলি ভারতে নিষিদ্ধ। ডিআরআই-এর যথাযথ পরিকল্পনার কারণে এই চীনাবাজিগুলিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে, এগুলি যেমন ভারতীয় বাজারে প্রবেশ করতে পারেনি, পাশাপাশি কোন দুর্ঘটনা হলে বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকেও  রক্ষা পেয়েছে। ডিআরআই জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং অবৈধ আমদানি-রপ্তানির ব্যবসা-বাণিজ্য বন্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ ও সংকল্পবদ্ধ।   
 


SC/CB/AS


(Release ID: 2144241)
Read this release in: English , Urdu , Hindi