আদিবাসীবিষয়কমন্ত্রক
আদি কর্মযোগী : ২০ লক্ষ জনজাতি প্রগতিশীল নেতৃত্বের মাধ্যমে বিকশিত ভারত গঠন
Posted On:
10 JUL 2025 5:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ জুলাই, ২০২৫
বিকশিত ভারত @ ২০৪৭ এর লক্ষ্য অর্জনে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে জনজাতি বিষয়ক মন্ত্রক আজ আদি কর্মযোগীর প্রথম আঞ্চলিক প্রসেস ল্যাব (আরপিএল) –এর সূচনা করেছে। এর লক্ষ্য হল দায়িত্বশীল প্রশাসনের জাতীয় লক্ষ্য সম্পাদনে তৃণমূল স্তরে এবং গ্রামাঞ্চল ভিত্তিক ২০ লক্ষ জনজাতি গঠনমূলক নেতৃত্ব তৈরি। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জনজাতি অধ্যুষিত এলাকাগুলির একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পরিষেবা প্রদান শক্তিশালী করাই হবে এদের কাজ।
উচ্চাকাঙ্খী জাতীয় লক্ষ্য অর্জনে বেঙ্গালুরুতে আজ আরপিএলের আনুষ্ঠানিক কর্ম সূচনা হয়। এটি কৌশলগত দক্ষতাবর্ধনের একটি হাব হিসেবে কাজ করবে। এখানে কর্ণাটক, কেরল, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে স্টেট মাস্টার ট্রেনার্স (এসএমটি)-দের প্রশিক্ষণ দেওয়া হবে। গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে প্রতীকি এই উদ্বোধন পর্বের আয়োজন করা হয়। এর তাৎপর্য হল তৃণমূল স্তরে নতুন প্রজন্মে নেতৃত্ব গড়ে তোলা। জ্ঞান, সহমর্মিতা এবং কর্মকুশলতার মাধ্যমে পরিচালন ব্যবস্থায় এক রূপান্তর নিয়ে আসাই হল এর লক্ষ্য।
পিএম – জনমন এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান (ডিএজেজিইউএ)-এর মতো জাতীয় উদ্যোগকে যুক্ত করে আদি কর্মযোগী উদ্ভাবনী পরিচালন ব্যবস্থায় পরবর্তী অধ্যায়ে লক্ষ্য তৈরি করেছে। যার উদ্দেশ্য হবে প্রতিষ্ঠানকে জনমুখী করে তোলা। জনজাতি যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্খা পূরণে তা দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
জনজাতি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জুয়াল ওরাম বলেন, আদি কর্মযোগী জনজাতি ভারতের পরিবর্তনকামী শক্তি হয়ে উঠবে। ২০ লক্ষ বিকাশশীল নেতৃত্বের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে বিশ্বাসযোগ্য মর্যাদাসম্পন্ন পরিষেবা প্রদানকে সুনিশ্চিত করা হবে। তৃণমূল স্তরের থেকে নেতৃত্ব গঠন বিকশিত ভারতের পথ গড়ে দেবে বলে তিনি জানান।
জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে বলেন, এই অভিযান কেবলমাত্র পরিচালন ব্যবস্থাকে ঘিরে নয়, জনজাতি সম্প্রদায়ের পরিচিতি এবং সম্মান রক্ষায় তা এর বলিষ্ঠ পদক্ষেপ। প্রশিক্ষিত আদি কর্মযোগীরা আশা এবং রূপান্তরের বার্তাবাহক হিসেবে কাজ করবেন বলেও তিনি জানান।
জনজাতি মন্ত্রকের সচিব শ্রী বিভু নায়ার দায়িত্বশীল জনজাতি প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে এই অভিযানকে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যা দেন।
উদ্ভাবন, পরিষেবা এবং দায়বদ্ধতাকে সম্মান জানাতে মন্ত্রকের পক্ষ থেকে খুব শীঘ্রই অধিকর্তা জাতীয় সম্মেলনেরও আয়োজন করা হবে।
SC/AB/SG
(Release ID: 2143984)