নীতিআয়োগ
বিজ্ঞানের সাহায্যে রাজ্যগুলির ক্ষমতায়ন : নীতি আয়োগের নতুন পরিকল্পনা
Posted On:
10 JUL 2025 5:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ জুলাই, ২০২৫
ভারতে গবেষণা ব্যবস্থার বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে নীতি আয়োগ একটি কৌশলগত পরিকল্পনা সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান শ্রী সুমন বেরি এই প্রতিবেদন প্রকাশ করেন। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষস্থানীয় আধিকারিকরা।
নীতি আয়োগের সিনিয়র অ্যাডভাইসর অধ্যাপক বিবেক কুমার সিং বলেন, রাজ্যগুলির বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় নীতির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আঞ্চলিক স্তরে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি সার্বিক পরিকল্পনা তৈরি করা হয়েছে। আয়োগের সদস্য ড. ভি কে সারস্বত গবেষণা প্রতিষ্ঠান, শিল্প সংস্থা এবং তৃণমূল স্তরে উদ্ভাবকদের অভিন্ন এক মঞ্চে সমবেত করার উপর গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং মূল ভাষণে রাজ্যগুলির বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের সংস্কারের উপর গুরুত্ব দেন। তিনি রাজ্য সরকারগুলিকে স্থানীয়স্তরে উন্নয়নের কথা বিবেচনা করে সেক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তিকে কিভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়গুলি বিবেচনা করার পরামর্শ দেন। এক্ষেত্রে শিল্প সংস্থাগুলি যাতে আর্থিক সহযোগিতা করতে পারে তার জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে।
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান শ্রী সুমন বেরি বলেন, যথাযথ ব্যবস্থাপনা, নেতৃত্ব এবং স্বায়ত্ত্বশাসনের মাধ্যমে রাজ্যস্তরের বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ উদ্ভাবনের ক্ষেত্রে অনুঘটকের কাজ করতে পারে। নীতি আয়োগের পরিকল্পনা সম্বলিত প্রতিবেদনটিতে সেই কথাই বলা হয়েছে। এই প্রতিবেদনটি দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন –
https://niti.gov.in/sites/default/files/2025-07/A-Roadmap-for-Strengthening-State-ST-Council.pdf
SC/CB/SKD
(Release ID: 2143973)
Visitor Counter : 2