নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবীর পৌরহিত্বে আগামীকাল কেভাদিয়ায় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের আঞ্চলিক সভা অনুষ্ঠিত হবে
Posted On:
11 JUL 2025 9:17AM by PIB Agartala
নতুন দিল্লি, ১১ জুলাই, ২০২৫: কেন্দ্র-রাজ্য সমন্বয়কে জোরদার করতে এবং বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে, আগামীকাল ১২ জুলাই ২০২৫ তারিখে গুজরাটের কেভাদিয়ায় একটি জোনাল সভা আহ্বান করছে ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক।
এই সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী৷ এছাড়া থাকবেন মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর এবং গুজরাট সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতী ভানুবেন বাবারিয়া।
এই জোনাল সভায় অংশগ্রহণকারী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে থাকছে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, গোয়া, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। সভায় এই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। সভায় রাজ্যগুলির তরফে এ বিষয়ে গৃহিত সেরা অনুশীলনসমূহ, উদ্ভাবনী মডেল এবং মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন প্রকল্প রূপায়নে সফল হস্তক্ষেপের উপর একটি উপস্থাপনাও থাকবে, যা এই রাজ্যগুলির মধ্যে পারস্পরিক শিক্ষা এবং অনুসরণকে উৎসাহিত করবে।
এই আঞ্চলিক সভাটিকে কেন্দ্র-রাজ্যগুলির মধ্যে একটি গঠনমূলক আলোচনা এবং অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কল্পনা করা হচ্ছে, যার লক্ষ্য হল মন্ত্রকের প্রধান প্রকল্পগুলি তথা - মিশন শক্তি, মিশন বাৎসল্য এবং সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ ২.০ -এর বাস্তবায়নকে জোরদার করা। মূল আলোচনায় পরিষেবা প্রদান, পোষণ ট্র্যাকারের মতো ডিজিটাল সরঞ্জামগুলির একীকরণ, ফেস রিকগনিশন সিস্টেম (এফআরএস) এর মতো উদীয়মান প্রযুক্তির ব্যবহার এবং তৃণমূল পর্যায়ে প্রযুক্তি-সক্ষম এবং সমন্বিত পরিষেবা প্রদান বৃদ্ধির কৌশলগুলিও অন্তর্ভুক্ত থাকবে।
কর্মসূচির অংশ হিসেবে, মন্ত্রক "এক পেড় মা কে নাম" উদ্যোগের অধীনে একটি বৃক্ষরোপণ অভিযান কর্মসূচীরও আয়োজন করবে। প্রতিনিধিরা শিশু পুষ্টি উদ্যান, স্ট্যাচু অফ ইউনিটি পরিদর্শন, নর্মদা আরতি এবং আলোক ও শব্দ প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন, যা উন্নয়নের জন্য সাংস্কৃতিকভাবে প্রোথিত এবং সমন্বিত পদ্ধতির প্রতি মন্ত্রকের প্রতিশ্রুতিকে তুলে ধরবে।
*****
KMD/DM
(Release ID: 2143966)