সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
ভারতীয় সাংকেতিক ভাষার মাধ্যমে বধির শিক্ষার্থীদের ইংরাজি শেখানোর সর্বোত্তম পন্থা নিয়ে নতুন দিল্লিতে ১০-১১ জুলাই আইএসএলআরটিসি’র কর্মশালা
प्रविष्टि तिथि:
09 JUL 2025 3:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ জুলাই, ২০২৫
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের ভিন্নভাবে সক্ষমদের ক্ষমতায়ন দপ্তরের আওতাধীন স্বশাসিত সংস্থা ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার বা আইএসএলআরটিসি নতুন দিল্লিতে ১০-১১ জুলাই ভারতীয় সাংকেতিক ভাষার মাধ্যমে বধির শিক্ষার্থীদের ইংরাজি শেখানোর সর্বোত্তম পন্থা সংক্রান্ত কর্মশালার আয়োজন করেছে। নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে অংশগ্রহণকারীদের প্রত্যক্ষ উপস্থিতির (অফলাইন) মধ্য দিয়ে হতে চলা এই কর্মশালার উদ্বোধন করবেন ভিন্নভাবে সক্ষমদের ক্ষমতায়ন দপ্তরের সচিব শ্রী রাজেশ আগরওয়াল।
এই প্রথম ধারাবাহিক পুনর্বাসন শিক্ষা কর্মসূচির আওতায় ভারতীয় সাংকেতিক ভাষা ব্যবহার করে বধির শিক্ষার্থীদের ইংরাজি শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বধির শিক্ষার্থীদের ইংরাজি ভাষায় দক্ষ করে তোলার পাশাপাশি ভারতীয় সাংকেতিক ভাষার পাঠক্রমের বিষয়গুলিও এখানে অন্তর্ভুক্ত।
এই কর্মশালায় দেশের এবং বিদেশের বহু বিশেষজ্ঞ যোগ দেবেন। প্রশ্নোত্তর-ভিত্তিক আলোচনা, প্রেজেন্টেশন এবং দল-ভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে এই কর্মশালা সম্পন্ন হবে। প্রশিক্ষণ নেবেন বধিরদের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং এইসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
SC/AC/SB
(रिलीज़ आईडी: 2143456)
आगंतुक पटल : 7