মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
জাতীয় মৎস্য চাষী দিবস ২০২৫ – এর আয়োজন
Posted On:
09 JUL 2025 8:09AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ জুলাই, ২০২৫
কেন্দ্রীয় মৎস্য চাষ, পশু পালন ও ডেয়ারি মন্ত্রকের অন্তর্গত মৎস্য চাষ বিভাগ ১০ জুলাই ভুবনেশ্বরে আইসিএআর – সেন্ট্রাল ইন্সস্টিটিউট অফ ফ্রেশওয়াটার অ্যাকোয়াকালচার (সিআইএফএ)-তে জাতীয় মৎস্য চাষী দিবস পালন করবে। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্য চাষ, পশু পালন ও ডেয়ারি এবং পঞ্চায়েতীরাজ মন্ত্রকের মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং, প্রতিমন্ত্রী প্রফেসর এস পি সিং বাঘেল, প্রতিমন্ত্রী শ্রী জর্জ কুরিয়ন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী মৎস্য চাষ সংক্রান্ত একাধিক উদ্যোগের সূচনা করবেন। নতুন মৎস্য ক্লাস্টারের ঘোষণা করবেন তিনি। আইসিএআর-এর প্রশিক্ষণ ক্যালেন্ডারের প্রকাশ করা হবে। পাশাপাশি মৎস্য চাষ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং গুণমান সুনিশ্চিত করার লক্ষ্যেও উদ্যোগ নেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী মাছ চাষের সঙ্গে যুক্ত সুবিধাভোগীদের সম্বর্ধনা জানাবেন। এছাড়াও পিএমএমএসওয়াই পরিচালিত মৎস্য প্রকল্পের উদ্বোধন করা হবে, যা এই ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।
কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরবেন। পাশাপাশি মৎস্য চাষ ক্ষেত্রে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সে প্রসঙ্গেও বক্তব্য রাখবেন তিনি।
ভারত সরকারের মৎস্য চাষ, পশু পালন ও ডেয়ারি বিভাগ সারা দেশে মৎস্য চাষী ও জেলেদের অক্লান্ত প্রয়াসের স্বীকৃতি জানিয়ে এই দিনটি উদযাপন করে থাকে। তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রম ভারতে মৎস্য চাষ ক্ষেত্রে সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
১৯৫৭ সালে এই দিনে অভ্যন্তরীণ জলজ চাষ ক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছিলেন অধ্যাপক ডঃ হীরালাল চৌধুরী এবং তার সহকর্মী ডঃ কে এইচ আলিকুনি। তাদের অবদানকে সম্মান জানিয়ে ও স্মরণ করে জাতীয় মৎস্য চাষী দিবস ২০২৫ উদযাপন করা হচ্ছে। এই দিবস উদযাপনের উদ্দেশ্য হল দেশের মৎস্য চাষ ক্ষেত্রে উন্নয়নে মৎস্য চাষী, উদ্যোক্তা এবং জেলেদের অবদানকে স্বীকৃতি জানানো। মাছের প্রোটিনের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশের খাদ্য নিরাপত্তায় অবদান রাখার ক্ষেত্রে মৎস্য চাষীদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি জানানোর জন্য এই দিনটি অন্যতম মঞ্চ হিসেবে কাজ করে থাকে। আধুনিক জলজ চাষ কৌশল গ্রহণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ সম্পদ সংরক্ষণে মৎস্য চাষীদের ভূমিকার কথা তুলে ধরা হয় এই দিনে। বছরের পর বছর ধরে বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে মৎস্য চাষ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
নীল বিপ্লবের মাধ্যমে দেশে মৎস্য চাষ ক্ষেত্রে সামগ্রিক পরিবর্তন এবং আর্থিক অগ্রগতি নিয়ে আসতে ভারত সর্বদা এগিয়ে রয়েছে। ২০১৫ সাল থেকে ভারত সরকার মৎস্য চাষ ক্ষেত্রে ৩৮,৫৭২ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর ফল স্বরূপ ভারতে মাছের উৎপাদন দ্বিগুণের বেশি হয়েছে। ২০১৩-১৪ অর্থবর্ষে মাছের উৎপাদন ৯৫.৭৯ লক্ষ টন থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবর্ষে ১৯৫ লক্ষ টনে পৌঁছেছে। সি-ফুড রপ্তানিতেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে।
SC/SS/SG
(Release ID: 2143426)