শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

বাণিজ্য ভবনে আন্তর্জাতিক চা দিবস সম্মেলন আয়োজিত

प्रविष्टि तिथि: 21 MAY 2025 8:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ মে , ২০২৫

 

আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে ২১ মে ২০২৫ তারিখে বাণিজ্য এবং শিল্প মন্ত্রক নতুন দিল্লির বাণিজ্য ভবনে ভারতীয় চা শিল্পের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক সম্মেলনের আয়োজন করেন। এছাড়া একটি বিশেষ ভারতীয় চা-এর প্রশংসাজনিত সম্মেলনেরও আয়োজন করা হয়েছিল।

সম্মেলনে ভারত সরকারের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চা শিল্প ক্ষেত্রের অংশীদারদের জন্য উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন তিনি। দেশের আর্থসামাজিক পরিকাঠামোয় চা-এর গুরুত্ব স্বীকার করে নেওয়ার ওপর জোর দেন তিনি। এছাড়াও চা রপ্তানিতে ভারতের চা-এর ব্র্যান্ডিং ও বিপণনের ক্ষেত্রে উদ্ভাবনী উপায়গুলি অনুসন্ধানের ওপরও জোর দেন । চা রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান আরও এগিয়ে নিয়ে যেতে পন্থা পদ্ধতি অবলম্বনের ওপর গুরুত্ব দেন শ্রী প্রসাদ। 

বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সচিব বার্থওয়াল সম্মেলনে ভাষণে কাংড়া, আসাম, দার্জিলিং, উত্তরাখন্ডের মতো দেশের বিভিন্ন চা উৎপাদনকারী অঞ্চলে তাঁর সফরের সময় বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বাড়িয়ে চা সম্পর্কে জ্ঞান বৃদ্ধির বিষয়টিতে জোর দেন। 

সম্মেলনে চা শিল্পের অংশীদার, সরকারি আধিকারিক এবং দর্শকদের জন্য চা-এর স্বাদ গ্রহণ নিয়ে এক অধিবেশনের আয়োজন করা হয়। এরপর ‘জৈব চা ভবিষ্যতের টেঁকসই পন্থাপদ্ধতি’ শীর্ষক এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। চা-এর গুণমান নিয়ন্ত্রণের পন্থা পদ্ধতি ছাড়াও ব্র্যান্ডিং-এর সাহায্যে ভারতীয় চা-এর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। 


সম্মেলনে অংশগ্রহণকারী সকলেই ভারতীয় চা-র 'অ্যাপ্রিসিয়েশন জোন'-এর বিশেষ প্রশংসা করেন। 

 

SC/PM /SG


(रिलीज़ आईडी: 2130440) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी