বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভবিষ্যতের সুপার চার্জ: দ্রুত চার্জিং-এর ক্ষমতাসম্পন্ন, দীর্ঘস্থায়ী সোডিয়াম আয়ন ব্যাটারি উদ্ভাবন করলেন ভারতীয় বিজ্ঞানীরা

Posted On: 19 MAY 2025 5:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মে, ২০২৫

 

সারা বিশ্ব এখন বৈদ্যুতিকীকরণের দিকে ঝুঁকছে। গাড়ি থেকে শুরু করে গ্রাম- সব কিছুরই বৈদ্যুতিকীকরণ হচ্ছে। এক্ষেত্রে সুলভ মূল্যে দ্রুত চার্জিং-এর সক্ষমতা যুক্ত নিরাপদ ব্যাটারির গুরুত্ব ক্রমশই বাড়ছে। লিথিয়াম আয়ন ব্যাটারি এই বিপ্লবে নেতৃত্ব দিয়ে এসেছে। কিন্তু সমস্যা হল, এগুলি দামি। এছাড়া লিথিয়ামের সম্ভার সীমিত এবং তার উত্তোলন ভূরাজনৈতিকভাবে সমস্যাসঙ্কুল। ভারতের বেঙ্গালুরুর বিজ্ঞানীরা অবশেষে এর এক বিকল্প আবিষ্কার করেছেন। 

বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আওতায় স্বশাসিত প্রতিষ্ঠান জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চের একটি দল ন্যাসিকন টাইপ ক্যাথোড ও অ্যানোডের ওপর ভিত্তি করে অতি দ্রুত চার্জিং-এ সক্ষম সোডিয়াম আয়ন ব্যাটারি উদ্ভাবন করেছেন। মাত্র ৬ মিনিটে এই ব্যাটারির ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। ব্যাটারিগুলি ৩০০০-এর বেশি চার্জ সাইকেল ধরে ব্যবহার করা যায়। 

এই বিজ্ঞানী দলের নেতৃত্বে ছিলেন অধ্যাপক প্রেম কুমার সেনগুট্টুভান এবং পিএইচডি স্কলার বিপ্লব পাত্র। রসায়ন ও ন্যানো প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়ে তাঁরা অ্যানোডের জন্য একটি নতুন উপাদান ব্যবহার করেন। কণাগুলিকে ন্যানো স্কেলে সঙ্কুচিত করা হয়, তাদের ওপর কার্বনের আবরণ দেওয়া হয় এবং সামান্য অ্যালুমিনিয়াম যুক্ত করা হয়। এগুলির ফলে সোডিয়াম আয়নগুলি আরও দ্রুত ও নিরাপদ চলাচল করতে পারে। ফলে গতি ও সুস্থিতি দুই বাড়ে। 

লিথিয়াম দুস্প্রাপ্য হলেও ভারতে সোডিয়াম প্রচুর পরিমানে পাওয়া যায়। এর দামও খুব সস্তা। তাই লিথিয়ামের বদলে সোডিয়াম দিয়ে ব্যাটারি তৈরি হলে তা ভারতকে শক্তি সঞ্চয় প্রযুক্তিতে আত্মনির্ভর করে তুলবে। 

এই সোডিয়াম আয়ন ব্যাটারিগুলি দামে অনেক সস্তা। এগুলি ইলেক্ট্রিক যানবাহন থেকে শুরু করে সৌর গ্রিড, ড্রোন, বাড়িঘর সবকিছুতেই ব্যবহার করা যায়। 

ইলেক্ট্রো কেমিক্যাল সাইক্লিং, কোয়ান্টাম সিমুলেশন সহ বিভিন্ন পদ্ধতিতে এই প্রযুক্তি পরীক্ষা করে দেখা হয়েছে। দেখা গেছে এই ব্যাটারি শুধু যে দ্রুত চার্জ হয় তাই নয়, প্রথাগত ব্যাটারির তুলনায় এতে আগুন ধরা বা ক্ষয়ের আশঙ্কাও অনেক কম। 

বাজারে নিয়ে যাওয়ার আগে এই ব্যাটারির পরিমার্জনা দরকার ঠিকই, কিন্তু এই উদ্ভাবন আমাদের ভবিষ্যতের দিকে কয়েক কদম এগিয়ে দিয়েছে। বৈজ্ঞানিক মহল এই উদ্ভাবন নিয়ে নড়েচড়ে বসেছে। খুব শীঘ্রই হয়তো আমরা দেখবো, দূষণমুক্ত ব্যাটারি প্রযুক্তি ক্ষেত্রে ভারত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।  

 


SC/SD/NS…. 


(Release ID: 2129818)
Read this release in: English , Urdu , Hindi , Tamil