সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

হংকং-এর সোথবি, পিপরাহওয়া-র পবিত্র ধ্বংসাবশেষ নিলামের যে উদ্যোগ নিয়েছিল, তা থামাতে হস্তক্ষেপ করলো কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক

Posted On: 05 MAY 2025 8:35PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ মে ২০২৫


হংকং-এর সোথবি, পিপরাহওয়া-র পবিত্র ধ্বংসাবশেষ নিলামের যে উদ্যোগ নিয়েছিল, তা থামাতে হস্তক্ষেপ করলো কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য রক্ষার যে অঙ্গীকার ভারত নিয়েছে, তার অঙ্গ হিসেবে সংস্কৃতি মন্ত্রকের এই পদক্ষেপ। এই ধ্বংসাবশেষগুলি ভগবান বুদ্ধের জন্মস্থান কপিলাবস্তুর পিপরাহওয়া স্তুপ থেকে উদ্ধার করা হয়েছে – এর ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম।

১৮৯৮ সালে উইলিয়াম ক্ল্যাক্সটন পেপে এই খননকার্য চালিয়ে ছিলেন। এখান থেকে হাড়ের টুকরো, পাথর ও স্ফটিকের শবাধার এবং সোনা ও মূল্যবান পাথরের গয়নাগাটি পাওয়া গেছে। শবাধারগুলির একটিতে ব্রাহ্মী লিপিতে খোদাই করা বার্তায় এগুলিকে বুদ্ধের দেহাবশেষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর অধিকাংশই ১৮৯৯ সালে কলকাতায় ভারতীয় জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়। এগুলি ‘এএ’ শ্রেণীর পুরাকীর্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলির স্থানান্তর ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। হাড়ের একটি অংশ সিয়ামের রাজাকে উপহার দেওয়া হয়েছিল। একটি অংশ ছিল পেপের বংশধরদের কাছে। সেটিই এখন নিলামের  তালিকাভুক্ত করা হয়েছে। 

বিষয়টি জানতে পেরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক নিম্নলিখিত পদক্ষেপ নিয়েছে: 

১) মন্ত্রক নিলাম সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করার পর হংকং-এর সোথবি-কে অবিলম্বে নিলাম বন্ধ করার আইনী নোটিশ পাঠিয়েছে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ হংকং-এর বাণিজ্য দূতকে এই বিষয়ে সক্রিয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছে।
২) দোসরা মে দ্বিপাক্ষিক বৈঠকে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই বিষয়টি ব্রিটেনের সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া মন্ত্রী লিজা নন্দীর সঙ্গে আলোচনায় তোলেন। দেহাবশেষের সাংস্কৃতিক ও ধর্মীয় তৎপর্য ব্যাখ্যা করে কেন্দ্রীয় মন্ত্রী অবিলম্বে এই নিলাম বন্ধ করার এবং দেহাবশেষ ভারতে ফেরত পাঠানোর উপর জোর দেন।
৩) ৫ মে, কেন্দ্রীয় সংস্কৃতি সচিব এই বিষয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। বিদেশ মন্ত্রককে বিষয়টি নিয়ে ব্রিটেন ও হংকং-এর দূতাবাসগুলির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান।
৪) আর্থিক তদন্ত ইউনিটকে হংকং-এর আর্থিক তদন্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করে এই নিলামের অবৈধতা সম্পর্কে জানাতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলা সুনিশ্চিত করতে বলা হয়েছে। 
৫) সোথবির পক্ষ থেকে আইনী নোটিশের জবাবে জানানো হয়েছে যে তারা বিষয়টি মনোযোগের সঙ্গে বিবেচনা করছে।

 

SC/SD/SKD


(Release ID: 2127250) Visitor Counter : 10
Read this release in: English , Urdu , Hindi , Gujarati