তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শ্রী প্রকাশ ম্যাগডুম
Posted On:
05 MAY 2025 5:00PM by PIB Agartala
মুম্বাই, ০৫ মে ২০২৫, পিআইবি।। আজ জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম (এনএফডিসি)-এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন শ্রী প্রকাশ মাগদুম৷
শ্রী মাগদুম ১৯৯৯ ব্যাচের ভারতীয় তথ্য সেবার কর্মকর্তা। এর আগে, শ্রী মাগদুম আহমেদাবাদে প্রেস তথ্য ব্যুরো (পিআইবি) এবং কেন্দ্রীয় যোগাযোগ ব্যুরোর (সিবিসি) অতিরিক্ত মহানির্দেশক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

দুই দশকের দীপ্তিময় কর্মজীবনে শ্রী মাগডুম পুনের ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়ার (এনএফএআই) পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। এই ভূমিকায়, তিনি চলচ্চিত্র সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রচেষ্টার মাধ্যমে ভারতের চলচ্চিত্রের ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
শ্রী. মাগদুম ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এফটিআইআই) রেজিস্ট্রার এবং তিরুবনন্তপুরমে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
***
KMD/DM
(Release ID: 2127145)
Visitor Counter : 9