সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক মিজোরামে পি এম জে ভি কে'র অধীনে ক্রীড়া ও শিক্ষামূলক পরিকাঠামো গড়ায় সহায়তা করার জন্য বিভিন্ন দিক খতিয়ে দেখছে

प्रविष्टि तिथि: 30 APR 2025 11:51AM by PIB Agartala

প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম অর্থাৎ পি এম জে ভি কে-র আওতায় ক্রীড়া ও শিক্ষামূলক পরিকাঠামো গড়ায় সহায়তা করার জন্য বিভিন্ন দিক খতিয়ে দেখতে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী রাম সিংহ মিজোরাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

মিজোরাম পাহাড়ী অঞ্চল হবার পরিপ্রেক্ষিতে, রাজ্যের সীমিত সমতল ভূমির মধ্যেও কি করে একটি অত্যাধুনিক ফুটবল স্টেডিয়াম এবং একটি সুসংহত ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা যায় সে ব্যাপারে বিভিন্ন উদ্ভাবনী ধারণা নিয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম অর্থাৎ পি.ম.জে.ভি.কে. একটি কেন্দ্রীয় পৃষ্ঠপোষকতাধীন প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাছাই করা এলাকাগুলিতে সামাজিক পরিকাঠামো উন্নয়ন এবং মৌলিক সুযোগ-সুবিধা তৈরি করা হয়।

*****

KMD/PS


(रिलीज़ आईडी: 2125444) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English