সহযোগিতা মন্ত্রক
azadi ka amrit mahotsav

মেঘালয়ের শিলংএ দুই দিনের জাতীয় পর্যায়ের পর্যালোচনা সভার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিয়েছেন সমবায় মন্ত্রকের সচিব ড. আশীষ কুমার ভুটানি

Posted On: 11 APR 2025 6:24PM by PIB Agartala

নয়াদিল্লি, ১১  এপ্রিল ২০২৫।। সমবায় খাতকে আরও শক্তিশালী ও আধুনিক করার উদ্যোগ ও কৌশল প্রণয়নের জন্য মেঘালয়ের শিলংয়ে অনুষ্ঠিত হয়েছে দু'দিনের জাতীয় পর্যায়ের পর্যালোচনা বৈঠক৷ এই বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রেখেছেন সমবায় মন্ত্রকের সচিব ড. আশীষ কুমার ভুটানি। ১০-১১ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় সারা দেশের সমবায়ের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে৷

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ডঃ আশীষ কুমার ভুটানি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের নির্দেশনায় মন্ত্রক "সহকার সে সমৃদ্ধি" র দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য আন্তঃরাজ্য সহযোগিতার মাধ্যমে সমবায়-নেতৃত্বাধীন অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জাতীয় জিডিপিতে সমবায় খাতের পক্ষ থেকে আরও বেশি অবদান রাখার জন্য দেশের সমস্ত সমবায় সমিতির প্যান নম্বর একত্রিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। দেশের সমবায় বাস্তুতন্ত্রকে শক্তিশালী ও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি সরকারের অবিচল প্রতিশ্রুতির কথাও পুনরায় তুলে ধরেন তিনি৷

সমবায় মন্ত্রকের সচিব বলেছেন, দুগ্ধ খাতের মাধ্যমে গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে শ্বেত বিপ্লব ২.০ হল একটি প্রধান উদ্যোগ। তিনি বলেন, দুগ্ধ খাত মহিলাদের ক্ষমতায়ন এবং শিশু পুষ্টির উন্নতির একটি উজ্জ্বল উদাহরণ। তিনি আরও বলেন, আসাম, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্যের দুগ্ধ পরিকাঠামো সম্প্রসারণে সহায়তা করার জন্য আমুল এবং এনডিডিবির মতো প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে। বর্তমানে পশুপালনের অর্থনৈতিক সম্ভাবনা ঐতিহ্যবাহী ফসল চাষের তুলনায় বেশি বলে উল্লেখ করেন তিনি৷

ড. আশীষ কুমার ভুটানি বলেন, ভারতের প্রথম ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বিল পাস করা একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই বিশ্ববিদ্যালয়টি রাজ্যগুলোর মধ্যে সমবায় শিক্ষার মান নির্ধারণ করবে এবং ২৫০টিরও বেশি বিদ্যমান সমবায় প্রতিষ্ঠানের উন্নতি সাধন করবে।

সমবায় মন্ত্রকের সচিব এবং মেঘালয় সরকারের মুখ্যসচিব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্তর্জাতিক সমবায় বর্ষে 'এক পেড় মা কে নাম' উদ্যোগের আওতায় বৃক্ষরোপণ অভিযানেও অংশগ্রহণ করেন।

দুই দিনের এই বৈঠকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধি, সমবায় ফেডারেশনের কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান এবং নীতি নির্ধারকদের মতো মূল অংশীদাররা একত্রিত হয়েছিলেন, যেখানে পারস্পরিক জ্ঞান বিনিময় এবং কৌশলগত সমন্বয়ের জন্য একটি সহযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল।

রাজ্যস্থরীয় পর্যালোচনা অধিবেশনে এনসিইএল, এনসিওএল, বিবিএসএসএল, এনসিসিএফ এবং নাফেডের মতো জাতীয় স্তরের সমবায় প্রতিষ্ঠানগুলির সমবায় বাস্তুতন্ত্রকে উন্নীত করা এবং উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে উৎসাহিত করার ক্ষেত্রে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করা হয়েছে।

আইআরএমএ এর অধিকর্তা আনন্দ (গুজরাট), ত্রিভুবন সহকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দর্শন, কৌশলগত লক্ষ্য এবং প্রস্তাবিত এই প্রতিষ্ঠানটির কাঠামো সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। অধিবেশনে সমবায় মন্ত্রকের বিশ্বমানের শিক্ষা ও গবেষণা পরিকাঠামো উন্নয়নের মত দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির বিষয়গুলি তুলে ধরা হয়৷

এখানে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে একটি কর্মশালারও আয়োজন করা হয়েছে, যেখানে কৌশলগত অগ্রাধিকার যেমন সমবায় সমিতিগুলোর বেঞ্চমার্কিং, এর প্রভাব মূল্যায়ন এবং আগামী অর্থবছরের জন্য একটি ব্যবসায়িক সংস্কার কর্ম পরিকল্পনা প্রণয়নের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। মহারাষ্ট্র, গুজরাট এবং উত্তরাখণ্ডের প্রতিনিধিদলগুলি সমবায় উন্নয়নের সেরা পন্থা ও উদ্ভাবনের অভিজ্ঞতাগুলি এখানে শেয়ার করেছেন৷

দু'দিনের আলোচনার মূল ক্ষেত্রগুলি ছিল সমবায় সমিতিগুলির জন্য ব্যাংকিং পরিষেবার সম্প্রসারণ এবং মাইক্রো-এটিএমের মাধ্যমে ডোরস্টেপ ব্যাংকিং পরিষেবা নিশ্চিতকরণ, প্রাথমিক কৃষি ঋণ সমিতি (পিএসিএস), দুগ্ধ সমবায় সমিতি এবং অন্য সমবায় প্রতিষ্ঠানের সদস্যদের রুপে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে বিনা সুদে ঋণ প্রদান ও গ্রামীণ সমবায় ব্যাংকিংকে শক্তিশালী করা। মাল্টি-পারপাস এগ্রিকালচার কো-অপারেটিভ সোসাইটি (এমপিএসিএস), দুগ্ধ ও মৎস্য সমবায় স্থাপন, শস্য সংরক্ষণ পরিকল্পনা, প্যাকস এবং কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক (এআরডিবি) এর ডিজিটাল রূপান্তর সম্পর্কেও আলোচনা করা হয়েছে, যার লক্ষ্য ছিল স্বচ্ছতা, পরিচালন দক্ষতা, এবং পরিষেবার সুযোগ বৃদ্ধি করা। এনসিডিসির প্রকল্পগুলির প্রভাব এবং বৃহত্তর জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সাথে এর কৌশলগত দিকনির্দেশনার পুনর্বিন্যাস সম্পর্কেও একটি বিশ্লেষণাত্মক আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

 

***


KMD/DM


(Release ID: 2121121) Visitor Counter : 29


Read this release in: English