প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

আইএনএস ত্রিকান্দ মধ্য আরব সাগরে গুরুত্বপূর্ণ চিকিৎসা সহায়তা প্রদান করেছে

Posted On: 06 APR 2025 1:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ এপ্রিল, ২০২৫ 

 

মধ্য আরব সাগরে  ভারতীয় নৌ-বাহিনীর আইএনএস ত্রিকান্দ ওমান উপকূলের প্রায় ৩৫০ নটিক্যাল মাইল পূর্বে একটি মাছ ধরার জাহাজের পাকিস্তানী সদস্যকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে। তাঁর গুরুতর আঘাত লেগেছিল। ৪ এপ্রিল সকালে আইএনএস ত্রিকান্দ ইরানি জাহাজ আল-ওমেদির কাছ থেকে এই বিপদ সংকেত শুনতে পায়। খতিয়ে দেখার পর জানা যায় যে, ঐ মাছ ধরার জাহাজের একজন সদস্য ইঞ্জিনে কাজ করার সময় আঙুলে গুরুতর আঘাত পেয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ইরানের দিকে যাওয়া আরেকটি জাহাজে স্থানান্তর করা হয়েছে।
আহত ঐ সদস্যকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ত্রিকান্দ তৎক্ষণাৎ  রওনা দেয়। জাহাজে ১১ জন পাকিস্তানী (৯ জন বালুচ এবং ২ জন সিন্ধি) এবং ৫ জন ইরানি কর্মী ছিলেন। আহত ব্যক্তি পাকিস্তানী বালুচ নাগরিক। তাঁর আঘাত এতটাই গুরুতর ছিল যে, প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছিল। আইএনএস ত্রিকান্দের চিকিৎসক, মার্কোস (মেরিন কমান্ড) এবং জাহাজে থাকা সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দলকে সাহায্যের জন্য সেখানে পৌঁছোয়। তিন ঘন্টারও বেশি সময় ধরে চলা অস্ত্রপচার সফল হয়। যথাযথ সময়ে ব্যবস্থা নিয়ে জীবন বাঁচানোর জন্য ভারতীয় নৌ-বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই জাহাজের সদস্যরা। 

 

SC/SS/SB…


(Release ID: 2119775) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi , Tamil