প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

বিমস্টেক দেশগুলির মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে ২১-দফা কর্মপরিকল্পনার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 04 APR 2025 12:53PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৪  এপ্রিল ২০২৫।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শিখর সম্মেলনে বিমস্টেক দেশগুলোর মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে ২১ দফা কর্মপরিকল্পনার প্রস্তাব করেছেন। তিনি বিমস্টেক দেশগুলোতে ব্যবসা বৃদ্ধি এবং আইটি খাতের সমৃদ্ধ সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয় প্রস্তাব করেছেন। সম্প্রতি মায়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পের প্রেক্ষাপটে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে একযোগে কাজ করার প্রয়োজনীয়তার ওপরও আহ্বান জানিয়েছেন তিনি। শ্রী মোদী মহাকাশ জগতের সাথে কাজ করার এবং নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। বিমস্টেককে সম্মিলিতভাবে সজীব করে তোলার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে এই সাংস্কৃতিক সম্পর্কগুলো বিমস্টেক দেশগুলোকে আরও কাছাকাছি নিয়ে আসবে।

এক্স-এ একটি পোস্টে তিনি লিখেছেন:
“বিমসটেক একটি গুরুত্বপূর্ণ ফোরাম যা বিশ্ব কল্যাণকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এটিকে আমাদের শক্তিশালী করা প্রয়োজন এবং আমাদের সম্পর্ককে গভীর করা জরুরি। এই প্রেক্ষাপটে, আমি আমাদের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে ২১-দফার একটি কর্মপরিকল্পনা প্রস্তাব করছি।”

“বিমসটেক দেশগুলোর মধ্যে ব্যবসা বৃদ্ধি করার এখনই সময়!”
“চলুন আমরা তথ্যপ্রযুক্তি খাতের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাই এবং বিমসটেককে প্রযুক্তিগতভাবে আরো শক্তিশালী করি।”
“মায়ানমার ও থাইল্যান্ডের সাম্প্রতিক ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে একসঙ্গে কাজ করা প্রয়োজন৷”
 “আসুন আমাদের সহযোগিতাকে মহাকাশের জগতে নিয়ে যাই। আসুন আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করি।”
 “বিমসটেক সক্ষমতা বৃদ্ধি কাঠামোর উজ্জ্বল উদাহরণ হতে পারে। আমরা সবাই একে অপরের কাছ থেকে শিখব এবং বেড়ে উঠব!”
“আমরা সম্মিলিতভাবে বিমসটেককে উজ্জীবিত করব এবং আমাদের তরুণরাই নেতৃত্ব দেবে।”
“কিছু জিনিস সংস্কৃতির মতো সংযুক্ত হয়! সাংস্কৃতিক বন্ধন বিমসটেককে আরও ঘনিষ্ঠ করে তুলুক।”

 ***


KMD/DM


(Release ID: 2119754) Visitor Counter : 4


Read this release in: English