তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস-২০২৫)-এর জন্য মিডিয়া প্রতিনিধি নিবন্ধন শুরু
মিডিয়া কভারেজ হয়ে উঠুক আলোড়ন সৃষ্টিকারী
মুম্বাইয়ে ১-৪ মে প্রথম ওয়েভস সামিটে বিনোদনের ভবিষ্যৎ অনুভব করুন
Posted On:
26 MAR 2025 2:04PM by PIB Agartala
মুম্বাই, ৩০ মার্চ ২০২৫: ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস) বিশ্বের মিডিয়া ও বিনোদন (এম. এন্ড ই.) শিল্প দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করতে চলেছে। প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে এই সম্মেলন আগামী ১ থেকে ৪ মে ২০২৫ মুম্বাইয়ে । যার প্রস্তুতি চলছে জোর কদমে, আর এই পর্বে মিডিয়া প্রতিনিধি নিবন্ধন ২৬ মার্চ ২০২৫ থেকে শুরু হয়েছে।
সাংবাদিক, ফটোগ্রাফার, কনটেন্ট নির্মাতা এবং অন্যান্য মিডিয়া পেশাদারদের এই ঐতিহাসিক আয়োজন কভার করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনি হয়ে উঠুন সেই কাহিনিকার, যিনি প্রতিভাকে উজ্জ্বল করে তুলে ধরেন, নির্মাতাদের বিশ্বব্যাপী সংযুক্ত করেন এবং ভারতের মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করেন। আপনার কভারেজই হতে পারে আলোড়ন সৃষ্টির মূল চাবিকাঠি!

আপনি যদি একজন রিপোর্টার, ক্যামেরাপার্সন, কনটেন্ট নির্মাতা বা সোশ্যাল মিডিয়া পেশাদার হিসেবে সাংবাদিকতা, মিডিয়া বা কাহিনি উপস্থাপনা নিয়ে কাজ করে উদ্দীপনা বোধ করেন—তাহলে ওয়েভস-২০২৫-এর কভারেজ করার এই সুযোগ একদমই হারাতে চাইবেন না ! আপনি এই সম্মেলনের অংশ হয়ে উঠুন, শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে শিখুন এবং নতুন প্রতিভাদের জন্য সঠিক প্ল্যাটফর্ম তৈরি করতে সাহায্য করুন। ‘ওয়েভস সামিট ২০২৫’ হতে পারে আপনার জন্য শিল্পের অন্তর্দৃষ্টি, বিশ্বব্যাপী নেটওয়ার্কিং এবং মিডিয়া ও বিনোদন জগতের অন্তর্দৃষ্টি পাওয়ার এক অনন্য প্রবেশদ্বার!
মিডিয়া প্রতিনিধি নিবন্ধন প্রক্রিয়া:
ওয়েভস মিডিয়া প্রতিনিধি হিসেবে নিবন্ধন করতে আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে:
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৫-এর হিসাবে ১৮ বছর বা তার বেশি হতে হবে।
যোগ্যতা: স্বীকৃত প্ল্যাটফর্মের সাংবাদিক, ফটোগ্রাফার, ক্যামেরাপারসন অথবা ডিজিটাল কনটেন্ট নির্মাতা হতে হবে।
ফ্রিল্যান্স সাংবাদিকরাও উপরের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।
অনলাইনে নিবন্ধন করুন:
https://app.wavesindia.org/register/media
নিবন্ধন শুরুর তারিখ: ২৬ মার্চ ২০২৫
শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২৫, রাত ১১:৫৯ (আইএসটি)
মিডিয়া প্রতিনিধি পাস সংগ্রহ: অনুমোদিত মিডিয়া প্রতিনিধিদের তাদের পাস সংগ্রহের বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।
মিডিয়া প্রতিনিধি নিবন্ধন নীতির বিস্তারিত তথ্য দেখুন: https://drive.google.com/file/d/1XTpWdDI40VZBoXrzwQcdVGcnXE2MmJrp/view?usp=sharing
পরিশিষ্ট বা Annexure-B অনুযায়ী মিডিয়া প্রতিনিধি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথির তালিকা দেখুন: https://drive.google.com/file/d/1YTxf998HvfvSO3kS2g_GtAkW2PQjFSTp/view?usp=sharing
যেকোনো প্রশ্নের জন্য ই-মেইল করে যোগাযোগ করুন:
Email: pibwaves.media[at]gmail[dot]com
Subject: ‘WAVES Media Accreditation Query’
অনুগ্রহ করে সুনিশ্চিত করুন যে, নিবন্ধন বা রেজিস্ট্রেশনের সময় সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করা হয়েছে। আবেদন পর্যালোচনার পর অনুমোদনের বিষয়টি ইমেলের মাধ্যমে জানানো হবে। শুধুমাত্র পিআইবি-স্বীকৃত মিডিয়া ব্যক্তিরাই মিডিয়া প্রতিনিধি পাসের জন্য যোগ্য হবেন। অনুমোদনের বরাদ্দ নির্ধারিত হবে সংশ্লিষ্ট মিডিয়া সংস্থার বিস্তৃতি, প্রকাশনার সময়কাল, বিনোদন খাতে মনোযোগ এবং ওয়েভস নিয়ে তাদের সম্ভাব্য কভারেজের ভিত্তিতে।
ওয়েভস কী?
‘ওয়েভস’ হল ভারতের প্রথম অনন্য বৈশ্বিক প্ল্যাটফর্ম, যা দেশের সৃজনশীল শক্তিকে প্রসারিত করে এবং এটিকে কনটেন্ট ক্রিয়েশন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং টেকনোলজিক্যাল ইনোভেশনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে। এটি বিভিন্ন শিল্পের শীর্ষস্থানীয় পেশাদারদের একত্রিত করবে। যার মধ্যে রয়েছে: ব্রডকাস্টিং, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, রেডিও, ফিল্মস, অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং, কমিকস, সাউন্ড অ্যান্ড মিউজিক, অ্যাডভার্টাইজিং, ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, জেনারেটিভ এআই, অগমেন্টেড রিয়েলিটি (এআর), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এবং এক্সটেন্ডেড রিয়েলিটি (এক্সআর)।
দেখার ক্ষেত্রে আবশ্যিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ – উদীয়মান সৃজনশীলদের জন্য এক বিপ্লবাত্মক উদ্যোগ, যা বিশ্বের প্রতিভাবান নির্মাতাদের উদযাপন করে এবং ওয়েভস ২০২৫-এ মুম্বাইয়ের মঞ্চে তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেয়।
ওয়েভএক্স ২০২৫ – এক নবীন ভাবনার উপস্থাপনা পর্ব, যেখানে মিডিয়া-টেক স্টার্টআপগুলো তাদের ধারণা উপস্থাপন করবে শীর্ষ ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং সেলিব্রিটি অ্যাঞ্জেল ইনভেস্টরদের সামনে এবং যা ভারতের মিডিয়া ও এন্টারটেইনমেন্ট ইকোসিস্টেমের ভবিষ্যৎ গঠন করবে।
ওয়েভস বাজার – এক অনন্য বৈশ্বিক মার্কেটপ্লেস, যা চলচ্চিত্র, গেমিং, সংগীত, বিজ্ঞাপন, এক্সআর এবং অন্যান্য ক্ষেত্রে নির্মাতা, বিনিয়োগকারী এবং ব্যবসাকে সংযুক্ত করে। এটি শিল্প পেশাদারদের জন্য নতুন আয়ের সুযোগ উন্মুক্ত করে।
মাস্টারক্লাস ও ইন্টারঅ্যাক্টিভ সেশন – ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এবং বৈশ্বিক নেতাদের কাছ থেকে শেখার এক বিরল সুযোগ, যা মিডিয়া, এন্টারটেইনমেন্ট ও প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করবে।
** দর্শনার্থী হিসেবে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন: https://wavesindia.org/visitor-registration
** ছাত্র হিসেবে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন:
https://app.wavesindia.org/register/student
** পিআইবি টিম ওয়েভস-এর সর্বশেষ ঘোষণাগুলো পেতে আপডেট থাকুন:
https://pib.gov.in/EventDetail.aspx?ID=1204®=3&lang=1
** কোনো প্রশ্ন থাকলে, উত্তর খুঁজে নিন এখানে:
https://wavesindia.org/faq
আসুন, আমাদের সঙ্গে “ওয়েভস” (WAVES)-এর তরঙ্গে ভাসুন!
***
SKC/ADK/KMD
(Release ID: 2116904)