বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

ব্যক্তিগত ডেটা অপব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ ভারত সরকারের

Posted On: 28 MAR 2025 6:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৫

 

অবাঞ্ছিত বাণিজ্যিক ফোন কল নিয়ন্ত্রণ করে থাকে ভারতের টেলিকম কর্তৃপক্ষ (ট্রাই)। 
ব্যক্তিগত ডেটা অপব্যবহারের বিরুদ্ধে নির্দেশ জারি করেছে ট্রাই। এক্ষেত্রে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, টেলিকম গ্রাহকরা তাঁদের পছন্দ অনুযায়ী সমস্ত ব্যবসায়িক যোগাযোগ, তাঁদের বাছাই করা কিছু ব্যবসায়িক যোগাযোগ ব্লক করে দিতে পারেন। মোবাইল অ্যাপের মাধ্যমে, এসএমএস পাঠিয়ে বা 1909 নম্বরে ফোন করে গ্রাহকরা অভিযোগ জানাতে পারেন। 

গ্রাহকদের সুরক্ষা এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে ভারত সরকার বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন ২০২৩ অনুযায়ী, ব্যক্তিগত ডেটা সুরক্ষার ক্ষেত্রে আইনি ব্যবস্থার কথা বলা হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় তদন্তের পাশাপাশি জরিমানা ধার্যেরও ব্যবস্থা রাখা হয়েছে। অনলাইন সুরক্ষা, অনলাইন লেনদেন এবং ডিজিটাল পরিষেবা সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে বিশেষ প্রচারাভিযান চালাচ্ছে ভারত সরকার। 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব 

 

SC/MP/NS…


(Release ID: 2116695) Visitor Counter : 10


Read this release in: English , Urdu , Hindi