সারওরসায়নমন্ত্রক
ভর্তুকিতে কৃষকদের সার, অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Posted On:
28 MAR 2025 4:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভর্তুকিতে কৃষকদের সার দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এ বছরের খরিফ মরশুমে (০১.০৪.২০২৫ থেকে ৩০.০৯.২০২৫ পর্যন্ত) ফসফেট ও পটাশিয়াম সারে প্রদান করা হবে।
খরিফ মরশুমে সারে ভর্তুকি বাবদ খরচ হবে ৩৭,২১৬.১৫ কোটি টাকা। এটি রবি মরশুম ২০২৪-২৫-এর বাজেটের চেয়ে ১৩,০০০ কোটি টাকা বেশি।
কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পেতে পারেন, সেইজন্যই কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত। সার উৎপাদক/রপ্তানিকারকদের মাধ্যমে সরকার ২৮ ধরনের সারে ভর্তুকি দিয়ে থাকে।
SC/MP/NS
(Release ID: 2116694)
Visitor Counter : 11