জাহাজচলাচলমন্ত্রক
পণ্য মাশুলের ক্ষেত্রে আন্তঃমাধ্যম সংযোগ
Posted On:
28 MAR 2025 3:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ মার্চ , ২০২৫
দেশের মোট পণ্য মাশুলের অভ্যন্তরীণ জলপথের ভাগ এখন প্রায় ২ শতাংশ। নীতি আয়োগের প্রতিবেদন অনুসারে এক্ষেত্রে রেলের ভাগ ১৮ শতাংশ। সড়কের ভাগ ৭১ শতাংশ।
আন্তঃমাধ্যম সংযোগ বাড়াতে এবং জলপথ, রেলপথ ও সড়ক পথের মধ্যে সংযোগ সাধন করে লজিস্টিক ব্যয় কমানোর লক্ষ্যে সরকার একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে।
বারাণসী, সাহিবগঞ্জ, হলদিয়ার মাল্টিমোডাল টার্মিনাল, কালুঘাটের ইন্টারমোডাল টার্মিনাল ও অন্য টার্মিনালগুলির সঙ্গে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে সংযোগ সাধন করা হয়েছে।
বারাণসীতে পণ্য একত্রীকরণ হাব এবং সাহিবগঞ্জে ইন্টিগ্রেটেড ক্লাস্টার কাম লজিস্টিক পার্ক গড়ে তোলা হচ্ছে।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, সমবায় মন্ত্রক, সার মন্ত্রক, খাদ্য ও গণবন্টন মন্ত্রক, ভারি শিল্প মন্ত্রক, ইস্পাত মন্ত্রক ও কয়লা মন্ত্রককে তাদের অধীনে থাকা সংস্থাগুলি যাতে পরিবহণের মাধ্যম হিসেবে অভ্যন্তরীণ জলপথ ব্যবহার করে, তেমন নির্দেশ দেওয়ার অনুরোধ দেওয়া হয়েছে।
কালুঘাটে ইন্টার মোডাল টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখানে উত্তর বিহার ও নেপালের মধ্যে যাতায়াতকারী পণ্যগুলির দিকে নজর দেওয়া হবে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে বন্দর, জাহাজ ও জলপথ পরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এই তথ্য জানিয়েছেন।
SC/SD/NS
(Release ID: 2116464)
Visitor Counter : 16