সংস্কৃতিমন্ত্রক
ঐতিহ্যবাহী শিল্পীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প
Posted On:
27 MAR 2025 4:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৫
সংস্কৃতি মন্ত্রক, কলা সংস্কৃতি বিকাশ যোজনা (কেএসভিওয়াই) পরিচালনা করে। এটি একটি কেন্দ্রীয় প্রকল্প যার লক্ষ্য গ্রামীণ এলাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ঐতিহ্যবাহী শিল্প ও অন্যান্য শিল্পের সঙ্গে নিযুক্ত শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করা। বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদত্ত আর্থিক সহায়তার পরিমাণ এবং গত তিন বছরে সমগ্র দেশে কতগুলি সাংস্কৃতিক সংগঠন বা কতজন ব্যক্তি এই সহায়তা পেয়েছেন এর বিবরণ নিম্নে দেওয়া হল।
শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত স্টার্ট আপ এবং উদ্ভাবন ক্ষেত্রকে উৎসাহিত করতে কোনও আর্থিক প্রকল্প সংস্কৃতি মন্ত্রক পরিচালনা করে না।
ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে সংস্কৃতি মন্ত্রক ‘গ্লোবাল এনগেজমেন্ট স্কিম’ নামে একটি প্রকল্প রূপায়িত করেছে। এর লক্ষ্য হল ‘ফেস্টিভাল অফ ইন্ডিয়া’ এই নামে বিদেশে পরিবেশনের জন্য ঐতিহ্যবাহী শিল্প সংস্কৃতি ও ভারতীয় শিল্পকলার অনুশীলনকারীদের সুযোগ করে দেওয়া। ‘ফেস্টিভাল অফ ইন্ডিয়া’-তে অংশগ্রহণকারী যেকোনও শিল্পীর সমস্ত খরচ সরকার বহন করে। গুরু-শিষ্য পরম্পরার প্রচারের জন্যে আর্থিক সহায়তা : এই প্রকল্পের উদ্দেশ্য হল সব ধরনের নাট্যকলা অনুষ্ঠানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের আওতায় নাট্যক্ষেত্রের সঙ্গে যুক্ত একজন গুরু এবং সর্বাধিক ১৮জন শিষ্য ও সঙ্গীত এবং নৃত্যক্ষেত্রের একজন গুরু ও সর্বাধিক ১০জন শিষ্যকে সহায়তা প্রদান করা হয়। গুরুকে প্রদেও সহায়তার পরিমাণ প্রতিমাসে ১৫ হাজার টাকা। শিল্পীর বয়সের ওপর নির্ভর করে শিষ্যের জন্য প্রতিমাসে ২হাজার থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।
শিল্প সংস্কৃতির প্রচারের জন্য আর্থিক সহায়তা : এই প্রকল্পের উদ্দেশ্য হল, সারাদেশে শিল্প ও সংস্কৃতির প্রচারে জাতীয় স্তরে অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনগুলিকে সহায়তা প্রদান করা।
শিল্প সংস্কৃতির প্রচারের জন্য বৃত্তি ও ফেলোশিপের পরিকল্পনা : বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রের ২৫ থেকে ৪০ বছর বয়সী এবং ৪০ বছরের বেশি বয়সী শিল্পীদের ফেলোশিপ প্রদান করা হয়। এছাড়া ১৮-২৫ বছর বয়সী শিল্পীদের ভারতে উন্নত প্রশিক্ষণের জন্য ৫ হাজার টাকা প্রতি ঘন্টায় ২ বছরের জন্যে আর্থিক সহায়তা দেওয়া হয়।
প্রবীণ শিল্পীদের জন্যে আর্থিক সহায়তা : এই প্রকল্পের উদ্দেশ্য হল, ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ শিল্পী ও পণ্ডিতদের মধ্যে যাদের বার্ষিক আয় ৭২ হাজার টাকার বেশি নয় এবং যারা শিল্প-সাহিত্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাদের সর্বাধিক ৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা।
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই তথ্য জানান।
SC/ PM /AG/
(Release ID: 2116427)
Visitor Counter : 10