উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
উত্তরপূর্বাঞ্চলে শিল্প ইউনিট
Posted On:
27 MAR 2025 5:09PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৭ মার্চ ২০২৫: দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে উদ্ভাবন, স্টার্টআপ এবং বিনিয়োগকে উৎসাহিত করার জন্য একটি শক্তিশালী বাস্তুতন্ত্র গড়ে তোলার লক্ষ্যে ভারত সরকার ২০১৬ সালের ১৬ই জানুয়ারী 'স্টার্টআপ ইন্ডিয়া ইনিশিয়েটিভ' চালু করে। সরকার নির্ধারিত যোগ্যতার শর্তাবলী অনুযায়ী ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারী তারিখের বিজ্ঞপ্তি ১২৭ (ই), শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার বিভাগ (ডিপিআইআইটি) দ্বারা স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের অধীনে সংস্থাগুলিকে 'স্টার্টআপ' হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
২০২৫ সালের ৩১শে জানুয়ারি পর্যন্ত ডিপিআইআইটি উত্তর-পূর্বাঞ্চলের ২১০৯টি সংস্থাকে স্টার্টআপ হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের আওতায় ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চল সহ সারা দেশে স্টার্ট আপ ইকোসিস্টেমের উন্নয়ন ও বিকাশের জন্য ক্রমাগত বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্টার্টআপগুলির জন্য তহবিল (এফএফএস), স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম (এসআইএসএফএস) এবং স্টার্টআপগুলির জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম (সিজিএসএস)-এর মতো ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি স্টার্টআপগুলিকে তাদের ব্যবসায়িক চক্রের বিভিন্ন পর্যায়ে সহায়তা করছে। সরকার স্টার্টআপ মহাকুম্ভ হিসাবে বাস্তুতন্ত্রের নেতৃত্বাধীন উদ্যোগগুলিকেও উৎসাহিত ও সমর্থন করে যা অংশীদারদের নেটওয়ার্ক এবং সহযোগিতার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। বাজারে প্রবেশাধিকারের সুযোগ ও ব্যবস্থাপনাকে উন্নত করতে এবং পাবলিক প্রকিউরমেন্ট সাপোর্ট স্টার্টআপগুলিকে তাদের ব্যবসার বৃদ্ধি ও স্কেল আপ করতে সক্ষম করার উদ্যোগও সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
***
SKC/KG/PS/KMD
(Release ID: 2116259)
Visitor Counter : 10