সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
পিএম-বিকাশ প্রকল্পের মাধ্যমে সুবিধাপ্রাপকদের ঋণ সুবিধার সঙ্গে সংযুক্তি
Posted On:
26 MAR 2025 3:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৫
প্রধানমন্ত্রী বিরাসত কা সম্বর্ধন (পিএম - বিকাশ) সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীন একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সুনির্দিষ্ট ৬টি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য চালু করা ৫টি প্রকল্পকে একত্রিত করা হয়েছে।
এর মাধ্যমে দক্ষতা ও প্রশিক্ষণ, মহিলাদের নেতৃত্বদান ও শিল্পোদ্যোগ, শিক্ষা এবং পরিকাঠামো উন্নয়ন করা হয়ে থাকে। সেই সঙ্গে এই প্রকল্পের সুবিধাপ্রাপকদের জন্য ঋণের ব্যবস্থাও রাখা হয়েছে। এ প্রকল্প সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে বেশ কিছু কর্মসূচিও হাতে নিয়েছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু ও সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু।
SC/MP /SG/
(Release ID: 2116000)
Visitor Counter : 9