আয়ুষ
azadi ka amrit mahotsav

অ্যালোপ্যাথি চিকিৎসার সঙ্গে আয়ুষ ব্যবস্থাপনাকে যুক্ত করতে আয়ুষ মন্ত্রকের একগুচ্ছ পদক্ষেপ

प्रविष्टि तिथि: 25 MAR 2025 6:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২৫

 

চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন শাখার সঙ্গে আয়ুষ পদ্ধতির মেলবন্ধন ঘটাতে আয়ুষ মন্ত্রক একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অ্যালোপ্যাথি ব্যবস্থাপনার সঙ্গে আয়ুষ চিকিৎসা ব্যবস্থাকে যুক্ত করার উদ্যোগ অন্যতম।

জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দিষ্ট কিছু কর্মসূচীর বাস্তবায়নে আয়ুষ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক স্বাস্থ্য পরিষেবার ডায়রেক্টরেট জেনারেলের আওতায় আয়ুষ ভার্টিক্যাল গঠন করেছে। এরফলে, জনস্বাস্থ্য, স্বাস্থ্য পরিষেবা, আয়ুষ চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষাদান ও প্রশিক্ষণের উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা ও সেগুলির বাস্তবায়ন করা হয়।

কেন্দ্রীয় সরকারের পরিচালিত বিভিন্ন হাসপাতালে একটি সুসংহত স্বাস্থ্য পরিষেবা প্রদানের উদ্দেশ্যে ইন্টিগ্রেটিভ মেডিসিন বিভাগ খোলা হয়েছে। বর্তমানে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ এবং সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইন্সটিটিউট – এর সাহায্যে বর্ধমান মহাবীর মেডিকেল কলেজ ও সফদরজং হাসপাতাল এবং লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজে এই বিভাগ পরিচালিত হচ্ছে।

নীতি আয়োগের স্বাস্থ্য সংক্রান্ত শাখার সদস্য ডঃ ভি কে পলের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সুসংহত স্বাস্থ্য নীতির আওতায় ইন্টিগ্রেটিভ মেডিসিন প্রয়োগ এবং এ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা নিয়ে কাজ করবে।

প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কম্যুনিটি হেলথ সেন্টার এবং জেলাস্তরের হাসপাতালগুলিতে আয়ুষ ব্যবস্থাপনার মাধ্যমে চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকার একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আয়ুষ চিকিৎসক এবং প্যারামেডিকেল কর্মীদের জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

হাঁটুতে বাত, শিশুদের চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে আয়ুর্বেদকে যুক্ত করে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার জন্য সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স বেশ কিছু কর্মসূচী বাস্তবায়ন করছে। এর মধ্যে সিএআরআই – এর সঙ্গে কলকাতার স্কুল অফ ট্রপিকাল মেডিসিন ফাইলেরিয়া চিকিৎসার জন্য আয়ুর্বেদ ও অ্যালোপ্যাথি চিকিৎসা মিলিতভাবে করা হচ্ছে।

এছাড়াও, এইমস্‌ - এ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সমন্বিত স্বাস্থ্য পরিষেবা নিয়ে গবেষণার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এবং সিসিআরএএস আয়ুষ – আইসিএমআর অ্যাডভান্সড্‌ সেন্টার ফর ইন্টিগ্রেটিভ হেলথ রিসার্চ গড়ে তুলেছে। আপাতত দিল্লি, যোধপুর, নাগপুর এবং ঋষিকেশের এইমস্‌ - এ এই প্রকল্পটি চালু হয়েছে। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ ক্যান্সার চিকিৎসা, দাঁতের চিকিৎসা, হাড়ের চিকিৎসা, পুষ্টি ও ডায়াবেটিসের চিকিৎসার জন্য নতুন দিল্লির সফরদরজং হাসপাতাল, ঝাজ্জরের এইমস্‌ - এ কাজ করছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাধব।

 

SC/CB/SB


(रिलीज़ आईडी: 2115437) आगंतुक पटल : 49
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी