নির্বাচন কমিশন
azadi ka amrit mahotsav

সারা দেশে রাজনৈতিক দলগুলির সঙ্গে কমিশনের ইআরও, ডিইও, সিইও-দের তৃণমূল পর্যায়ের বৈঠক অব্যাহত

রাজনৈতিক দলগুলির সক্রিয় অংশগ্রহণ

Posted On: 22 MAR 2025 9:29PM by PIB Agartala

নয়াদিল্লি, ২২ মার্চ ২০২৫: নির্বাচন কমিশনের ৪,১২৩ জন নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও) সারা দেশে তাদের নিজ নিজ বিধানসভা কেন্দ্রে ভোট কেন্দ্র বা বুথ পর্যায়ের যে কোনও অমীমাংসিত সমস্যা সমাধানের উদ্দেশ্যে সর্বদলীয় বৈঠক করছেন। একইভাবে, ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৮৮ জন জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) এবং ৩৬ জন মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও)-কে নির্দেশ দেওয়া হয়েছে যে, ১৯৫০ ও ১৯৫১ সালের আরপি আইন, ১৯৬০ সালের ভোটার নিবন্ধীকরণ বিধিমালা, ১৯৬১ সালের নির্বাচন বিধিমালা এবং নির্বাচন কমিশন কর্তৃক সময়ে সময়ে জারি করা ম্যানুয়াল, নির্দেশিকা ও নির্দেশাবলীর আইনি কাঠামোর মধ্যে যথাক্রমে জেলা ও রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল পর্যায়ে যে কোনও অমীমাংসিত সমস্যা সমাধানের জন্য এই ধরনের বৈঠক করবেন। জাতীয় ও রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইতিমধ্যেই এই বৈঠকগুলি শুরু হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটি বিধানসভা কেন্দ্র, জেলা এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল পর্যায়ে এই ধরনের সমস্ত বৈঠক সম্পন্ন করতে হবে ২০২৫ সালের ৩১ শে মার্চের মধ্যে।

নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশিকা অনুসারে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এবছরের ৪ঠা মার্চ নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার শ্রী  জ্ঞানেশ কুমারের পৌরোহিত্যে এবং নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু ও ডঃ বিবেক যোশীর উপস্থিতিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচন আধিকারিকদের এবং প্রতিটি রাজ্য থেকে একজন করে জেলা নির্বাচন আধিকারিক এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের সম্মেলনে এই পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচনী প্রক্রিয়া সহ নির্বাচন পরিচালনার বিভিন্ন পর্যায়ে  রাজনৈতিক দল এবং তাদের অনুমোদিত প্রতিনিধি যেমন বুথ স্তরের এজেন্ট (বিএলএ), পোলিং এজেন্ট, গণনা এজেন্ট এবং নির্বাচন এজেন্টদের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে।

বিধানসভা কেন্দ্র, জেলা এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সভাগুলিতে রাজনৈতিক দলসমূহ সক্রিয় ও উৎসাহী অংশগ্রহণের মাধ্যমে তৃণমূল স্তরে কমিশনের এই উদ্যোগকে রাজনৈতিক দলগুলি স্বাগত জানিয়েছে। কমিশন সমস্ত জাতীয়/রাজ্য রাজনৈতিক দলগুলিকে সময়সীমার মধ্যে যে কোনও পুরোনো অমীমাংসিত সমস্যা সমাধানের জন্য নির্বাচনী কর্তৃপক্ষের সাথে সক্রিয়ভাবে তৃণমূল স্তরের এরকম সম্পৃক্ততার সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছে।

***

SKC/ML/PS/KMD


(Release ID: 2114246)
Read this release in: English