আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
আবাসন ও নগর বিষয়ক সচিবের সভাপতিত্বে সিএসএমসি-র প্রথম বৈঠক
Posted On:
21 MAR 2025 1:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ মার্চ, ২০২৫
২০ মার্চ প্রধানমন্ত্রী আবাস যোজনা – নগর ২.০ (পিএমএওয়াই – ইউ ২.০)-এর আওতায় কেন্দ্রীয় অনুমোদন ও নজরদারি কমিটি (সিএসএমসি)-র প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন আবাসন ও নগর বিষয়ক সচিব শ্রী শ্রীনিবাস কার্তিকিথালা। বৈঠকে ৩.৫২ লক্ষেরও বেশি বাড়ি নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এই প্রকল্পে ২.৬৭ লক্ষেরও বেশি বাড়ি মহিলাদের জন্য অনুমোদন করা হয়েছে। প্রকল্পে রাজ্যের ভাগের টাকা প্রদানের পাশাপাশি উত্তর প্রদেশ সরকার সুবিধা প্রাপক প্রত্যেক প্রবীণ নাগরিককে ৩০ হাজার টাকা করে অতিরিক্ত প্রদান করছে। বর্তমানে পিএমএওয়াই – ইউ ২.০ প্রকল্পটি রূপায়ণের স্তরে রয়েছে। এ ব্যাপারে ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে মন্ত্রকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আবেদনের জন্য একটি ওয়েব পোর্টালও চালু হয়েছে। সেটি হ’ল - https://pmaymis.gov.in/PMAYMIS2_2024/PmayDefault.aspx.
২০১৫ সালের জুন মাসে প্রধানমন্ত্রী আবাস যোজনা – নগর চালু করা হয়েছিল। এই প্রকল্পে ১১৮.৬৪ লক্ষ বাড়ির অনুমোদন দেওয়া হয়েছিল, যার মধ্যে ৯২ লক্ষ বাড়ি নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
SC/MP/SB
(Release ID: 2113924)
Visitor Counter : 24