আইনওবিচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

দ্রুত ন্যায়বিচার, সুরক্ষিত সমাজ: ফাস্ট ট্র্যাক বিশেষ আদালতের প্রভাব

Posted On: 20 MAR 2025 6:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ মার্চ, ২০২৫

 

ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত গঠনের ফলে ধর্ষণ ও পকসো আইনের অধীন মামলাগুলিতে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি হচ্ছে। নিষ্পত্তি হওয়া মামলার হার ৯৬.২৮ শতাংশ। ২০২৪ সালে ৮৮ হাজার ৯০২টি মামলা দায়ের হয়েছিল, যার মধ্যে ৮৫ হাজার ৫৯৫টির নিষ্পত্তি হয়েছে।

শক্তিশালী আইনি পরিকাঠামো থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন আদালতে বিপুল সংখ্যক ধর্ষণ ও পকসো আইনের সঙ্গে যুক্ত মামলা বকেয়া পড়ে রয়েছে।

২০১৯ সালের ২ অক্টোবর ধর্ষণ ও পকসো আইনের সঙ্গে যুক্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে  ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত চালু করা হয়। প্রাথমিকভাবে এক বছরের জন্য এই আদালত চালু করা হয়েছিল। পরবর্তীকালে, বিভিন্ন পর্বে এর মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত করা হয়েছে।

বর্তমানে ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪০৪টি বিশেষ পকসো আদালত সহ ৭৪৫টি ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত কাজ করছে।

২০২৪-২৫ অর্থবর্ষে এই খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

ভারতের বিচার ব্যবস্থায় ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রতিনিয়ত এই আদালতের বিভিন্ন সংস্কার এবং পরিকাঠামোগত উন্নয়ন ঘটানো হচ্ছে।

সূত্র:
•    https://sansad.in/getFile/annex/267/AU1705_ZLVidb.pdf?source=pqars
•    https://doj.gov.in/fast-track-special-court-ftscs/
•    https://dashboard.doj.gov.in/fast-track-special-court/index.php
•    https://cdnbbsr.s3waas.gov.in/s35d6646aad9bcc0be55b2c82f69750387/uploads/2024/01/202401121490725560.pdf
• https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2004317#:~:text=Vulnerable%20Witness%20Deposition%20Centers%20(VWDCs,initiating%20a%20smoother%20court%20proceeding.  

 

SC/MP/SB


(Release ID: 2113735) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi , Gujarati