বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কর্মজীবনে বিরতির মুখোমুখি মহিলা বিজ্ঞানীদের জন্য সহায়ক পরিকল্পনা

Posted On: 20 MAR 2025 4:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ মার্চ, ২০২৫

 

কর্মজীবনে বিরতির মুখোমুখি হওয়া মহিলা বিজ্ঞানীদের সমস্যা নিরসনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক একটি সর্বাত্মক কর্মসূচি হাতে নিয়েছে। বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে মহিলারা – কিরণ (ওয়াইজ কিরণ) নামে এই কর্মসূচি বিজ্ঞান, প্রযুক্তি, কারিগরি এবং গণিত ক্ষেত্র (স্টেম)-এ মহিলাদের অংশগ্রহণকে শক্তিশালী করতে এক দিশাদর্শী পদক্ষেপ।

বহুমুখী এই কর্মসূচি এইসব ক্ষেত্রে মহিলাদের কর্মজীবনের নানান স্তরে সহায়ক হয়ে উঠবে। দপ্তরের ‘মহিলা বিজ্ঞানী প্রকল্প’ (ডব্লিউওএস) নামক কর্মসূচির আওতায় তিনটি পৃথক কার্যক্রম রয়েছে। ডব্লিউওএস-এ প্রকল্পের আওতায় মৌলিক এবং ফলিত বিজ্ঞানের গবেষণা, ডব্লিউওএস-বি-তে সামাজিক উন্নতিকল্পে পরীক্ষাগার থেকে ভূমিতে রূপান্তরমূলক গবেষণা এবং ডব্লিউওএস-সি-তে মেধাস্বত্ত্ব অধিকারের ক্ষেত্রে প্রশিক্ষণ। তৃতীয় পক্ষের পর্যালোচনার মাধ্যমে এই কর্মসূচিগুলিকে ওয়াইজ কিরণ-এর অধীন চারটি নতুন উদ্যোগে রূপান্তরিত করা হয়েছে। যেমন, যেসব মহিলারা মৌলিক ও ফলিত বিজ্ঞানে ডক্টরাল রিসার্চ করছেন, তাঁদের জন্য পিএইচডি-র ক্ষেত্রে ওয়াইজ ফেলোশিপ একটি সহায়তামূলক কর্মসূচি। এছাড়াও, ওয়াইজ পোস্ট-ডক্টরাল ফেলোশিপ এবং ওয়াইজ সোসাইটাল চ্যালেঞ্জেস অ্যান্ড অপারচুনিটিজ কর্মসূচি মহিলা বিজ্ঞানীদের পরীক্ষাগার-ভিত্তিক মৌলিক / ফলিত অথবা রূপান্তরমূলক পরীক্ষাগার থেকে ভূমিতে গবেষণা চালাতে সাহায্য করবে।

ওয়াইজ পিএইচডি মৌলিক ও ফলিত বিজ্ঞানে পরীক্ষাগার-ভিত্তিক গবেষণার ওপর আলোকপাত করেছে। অন্যদিকে, ওয়াইজ স্কোপ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে পরীক্ষাগার থেকে ভূমিতে রূপান্তরমূলক গবেষণায় সহায়তা যোগাচ্ছে। সেইসঙ্গে, মেধাস্বত্ত্ব অধিকারের ক্ষেত্রে ওয়াইজ ইন্টার্নশিপ কর্মসূচি স্বনির্ভরতার সুযোগ করে দেয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক সেইসঙ্গে ডব্লিউআইডিইউএসএইচআই কর্মসূচি রূপায়ণ করছে। এর লক্ষ্য হল, বরিষ্ঠ মহিলা বিজ্ঞানীদের দুটি ভাগে সহায়তা করা। অবসরপ্রাপ্ত মহিলা বিজ্ঞানী এবং যাঁরা নিয়মিত কর্মী নন, এরকম বিজ্ঞানীদের জন্য এই শ্রেণীবিন্যাস করা হয়েছে। এই সমস্ত কর্মসূচির মাধ্যমে তাঁরা বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে নিজেদের অবদান বজায় রাখতে পারবেন। ওয়াইজ কিরণ কর্মসূচিতে যোগ্যতা-ভিত্তিক আর্থিক সহায়তা দেওয়ার সংস্থান রয়েছে।

বিশদ জানতে এই লিঙ্কে ক্লিক করুন – https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113278

আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানান কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, পারমাণবিক শক্তি এবং মহাকাশ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।

 

SC/AB/DM


(Release ID: 2113731) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi