আইনওবিচারমন্ত্রক
সুপ্রিম কোর্টের কাজকর্মে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার
Posted On:
20 MAR 2025 3:24PM by PIB Kolkata
নতুন দিল্লি ২০ মার্চ ২০২৫
সুপ্রিম কোর্টে মামলার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং-ভিত্তিক নানান প্রকৌশল ব্যবহার করা হচ্ছে বলে জানানো হয়েছে। মামলার শুনানির সময় যাবতীয় বক্তব্য সহজেই নথিবদ্ধ হয়ে যাচ্ছে এর কল্যাণে। তা পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে।
সুপ্রিম কোর্টের নিবন্ধন বিভাগও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে নানান ক্ষেত্রে। এই কাজ হচ্ছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের সঙ্গে যৌথভাবে। বিচারপতিদের রায় ইংরেজি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পদ্ধতির মাধ্যমে অনুবাদ হয়ে যাচ্ছে অসমিয়া, বাংলা, গারো, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, খাশি, কোঙ্কনি, মালয়ালি, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবী, সাঁওতালি, তামিল, তেলুগু এবং উর্দু-এই ১৮টি ভাষায়। সুপ্রিম কোর্টের ইএসসিআর পোর্টালে গেলেই এই অনুবাদ পাওয়া যাচ্ছে।
আইআইটি মাদ্রাসের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশল ব্যবহার করা হচ্ছে মামলার বৈদ্যুতিন নিবন্ধকরণের কাজেও। এই প্রণালীর মাধ্যমে বিভিন্ন বিষয়ে মতামত জানাতে পারছেন আইন বিশেষজ্ঞরাও। তাছাড়া, সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের পরিচালন পদ্ধতিকে আরও দক্ষ করে তুলছে কৃত্রিম মেধা।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত আইন প্রতিমন্ত্রী শ্রী অর্জুনরাম মেঘওয়াল।
SC/AC/CS…
(Release ID: 2113321)
Visitor Counter : 11