কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস

Posted On: 18 MAR 2025 6:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮  মার্চ, ২০২৫

 

জাতীয় বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা নীতি (এনপিডিএম) অনুসারে বিপর্যয় মোকাবিলায় তৃণমূল স্তরে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার দায়িত্ব বর্তায় সংশ্লিষ্ট রাজ্য সরকারের ওপর। প্রাকৃতিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারগুলি ভারত সরকারের অনুমোদিত সামগ্রী এবং নিয়মানুসারে তাদের কাছে থাকা রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল (এসডিআরএফ) থেকে ত্রাণের ব্যবস্থা করে থাকে। কেন্দ্রীয় সরকারও রাজ্য সরকারকে সাহায্য করে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিয়ে থাকে। গুরুতর প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি অনুসারে আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দলের পরিদর্শনের ভিত্তিতে তাদের মূল্যায়ণের ওপর নির্ভর করে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল (এনডিআরএফ) থেকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হয়।

এছাড়াও প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (পিএমএফবিওয়াই) এবং আবহাওয়া সূচকের ভিত্তিতে পুনর্গঠিত ফসল বিমা প্রকল্প বা রিস্ট্রাকচার্ড ওয়েদার বেসড ক্রফ ইন্স্যুওরেন্স স্কিম (আরডব্লুবিসিআইএস) অপ্রত্যাশিত প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ফসলের ক্ষতির সম্মুখীন কৃষকদের বিমার সুবিধা দিয়ে থাকে। পিএমএফবিওয়াই /  আরডব্লুবিসিআইএস প্রকল্প একটি সুনির্দিষ্ট পদ্ধতির ভিত্তিতে বাস্তবায়িত করা হয়। 

প্রতিবিন্দু জলে আরও ফসল (পিডিএমসি) প্রকল্পটি ক্ষুদ্র সেচ প্রযুক্তির মাধ্যমে জল ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করেছে। একইসঙ্গে বৃষ্টি নির্ভর এলাকা উন্নয়ন (আরএডি)প্রকল্পটি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ুর পরিবর্তনের সঙ্গে ঝুঁকি হ্রাস করে  সমন্বিত কৃষি ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছে। 

সরকার ২০০৮ সালে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতীয় কার্যকরী পরিকল্পনা গঠন করেছে। এর ফলে দেশে জলবায়ু পরিবর্তন রোধ সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য নীতি ও পরিকাঠামো গ্রহণ করা গেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) জলবায়ুর সঙ্গে মানানসই কৃষিক্ষেত্রে জাতীয় উদ্ভাবন বা ন্যাশনাল ইনোভেশন ইন ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার (এনআইসিআরএ) নামে একটি জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছে। এই প্রকল্প ফসল, পশুপালন, উদ্যানপালন, মৎস্যচাষ সহ কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে গবেষণা পরিচালনা এবং দেশের ঝুঁকিপূর্ণ এলাকার জন্য কৃষিক্ষেত্রে জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তির বিকাশ করে থাকে। ২০১৪ থেকে ২০২৪ গত ১০ বছরে আইসিএআর ২,৫৯৩ টি প্রজাতি নিয়ে এসেছে। আইসিএআর তার এনআইসিআরএ প্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে কৃষিকাজে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক সম্পর্কে কৃষকদের অবগত করতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।    

লোকসভায় আজ এক লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর।


SC/SS /SG


(Release ID: 2112683) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi