ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
বিপজ্জনক অ-প্রত্যয়িত পণ্য বিক্রি নিয়ে ই-বাণিজ্য প্ল্যাটফর্মগুলিতে তল্লাশি ভারতীয় মানক ব্যুরোর
प्रविष्टि तिथि:
15 MAR 2025 5:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ মার্চ, ২০২৫
বিপজ্জনক অ-প্রত্যয়িত পণ্য বিক্রি নিয়ে লক্ষ্ণৌ, দিল্লি ও গুরুগ্রামের মতো শহরগুলিতে আমাজন, ফ্লিপকার্ট সহ প্রথম সারির ই-বাণিজ্য প্ল্যাটফর্মগুলির বিভিন্ন গুদামে তল্লাশি অভিযান চালায় ভারতীয় মানক ব্যুরো। ৭ মার্চ ২০২৫ তারিখে লক্ষ্ণৌয় আমাজনের গুদামে হানা দিয়ে ২১৫টি খেলনা ও ২৪টি ছোট মিক্সার বাজেয়াপ্ত করা হয়। এগুলির বিআইএস শংসাপত্র ছিল না। প্রয়োজনীয় সুরক্ষা সহ ক্রেতাদের কাছে সঠিক মানের পণ্য পৌঁছে দিতে বিভিন্ন ই-বাণিজ্য প্ল্যাটফর্ম ও বাজারের ওপর নজর রেখে চলেছে ভারতীয় মানক ব্যুরো। যেসব ভোগ্যপণ্যের ওপর ভারতীয় মানক ব্যুরো নজরদারি চালাচ্ছে, তার মধ্যে রয়েছে, প্রেসার কুকার, হস্তচালিত ব্লেন্ডার, মিক্সার, বৈদ্যুতিক ইস্ত্রি, খেলনা, হেলমেট, অ্যালুমিনিয়াম ফয়েল প্রভৃতি। কেন্দ্রীয় সরকার সমস্ত পণ্যে বিআইএস স্বীকৃতি বাধ্যতামূলক করেছে।
তল্লাশি চালাতে গিয়ে আমাজন, ফ্লিপকার্ট, মিশো, মিন্ত্রা, বিগ বাস্কেট-এর মতো নামী ই-বাণিজ্য প্ল্যাটফর্মগুলিতে বেশ কিছু অপ্রত্যায়িত পণ্য বিক্রির হদিশ পেয়েছে ভারতীয় মানক ব্যুরো।
আরও বিস্তারিত জানতে ক্রেতারা ভারতীয় মানক ব্যুরো-র ওয়েবসাইট http://www.bis.gov.in/- এ ক্লিক করুন।
SC/MP/NS…
(रिलीज़ आईडी: 2111623)
आगंतुक पटल : 72