মহাকাশদপ্তর
azadi ka amrit mahotsav

সংসদে প্রশ্ন : অন্যান্য মহাকাশ সংস্থার সঙ্গে ইসরোর সহযোগিতা

Posted On: 12 MAR 2025 4:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২  মার্চ, ২০২৫


বর্তমানে মহাকাশ নিয়ে ৬১ টি দেশ এবং ৫ টি বহুমাত্রিক সংস্থার সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সহযোগিতার প্রধান বিষয়গুলি হল উপগ্রহ দূর সংবেদী ব্যবস্থা, উপগ্রহ চলাচল, উপগ্রহ যোগাযোগ, মহাকাশ বিজ্ঞান ও গ্রহ অনুসন্ধান এবং ক্ষমতা বর্ধন। 

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) ইতিমধ্যেই ‘নিসার’ নামে একটি যৌথ উপগ্রহ প্রকল্প নিয়ে কাজ করছে আমেরিকার নাসার সঙ্গে। এই প্রকল্পটি প্রায় সম্পন্ন হওয়ার মুখে। এছাড়া ইসরো ‘তৃষ্ণা’ নামে একটি উপগ্রহ অভিযান নিয়ে কাজ করছে ফরাসী সিএনইএসএস – সংস্থার সঙ্গে। এটি রয়েছে প্রাথমিক পর্যায়ে। ইসরো এবং জাপানের জাক্সা যৌথ চন্দ্র মেরু অভিযানের সম্ভাবনা নিয়ে একটি সমীক্ষা করেছে।

ভারতের মহাকাশ ক্ষেত্রের বৃদ্ধিতে বেসরকারি লগ্নি এবং তাদের অংশগ্রহণ বাড়াতে সরকার মহাকাশ ক্ষেত্রকে উন্মুক্ত করে দিয়েছে। মহাকাশ দফতরে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (ইন-স্পেস) গঠন করা হয়েছে। ইন্ডিয়ান স্পেস পলিশি ২০২৩ তৈরি করেছে সরকার। এর পাশাপাশি বেসরকারি ক্ষেত্রকেও উৎসাহিত করতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে ইন-স্পেসের তরফ থেকে। সেগুলি রূপায়ণও করছে তারা। সার্বিক মহাকাশ অর্থনীতিতে ভারতের অংশীদারিত্ব বৃদ্ধি করতে ইন-স্পেস নির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করেছে। ভারতের মহাকাশ ক্ষেত্রকে সাহায্য করতে এক হাজার কোটি টাকার তহবিল গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ইন-স্পেস ৭৮ টি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে বেসরকারি সংস্থার সঙ্গে। বিদেশী মূলধন যাতে সহজে আসে তার জন্য প্রত্যক্ষ বিদেশী নীতি পাল্টানো হয়েছে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে আর্থ অবজারভেশন (ইও) স্থাপনের সূচনা করেছে ইন-স্পেস। ভারতীয় সংস্থাগুলিকে এসএসএলভি-র প্রযুক্তি হস্তান্তরের প্রক্রিয়া চালু আছে। বেসরকারি সংস্থাকে ভারতীয় কক্ষ সংক্রান্ত তথ্য দেওয়ার সুবিধার কথা  ঘোষণা করা হয়েছে। একটি ভারতীয় সংস্থা নির্বাচিত হয়েছে।

ইসরোর আন্তর্জতিক অংশীদারিত্ব গড়ার লক্ষ্য, ভারতের মহাকাশ কর্মসূচির ক্ষমতা বর্ধন করা। 
লোকসভায় আজ লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, পৃথ্বী বিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দফতর, পারমাণবিক শক্তি, মহাকাশ দফতরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।


SC/AP /SG


(Release ID: 2111217)
Read this release in: English , Urdu , Hindi