প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

মহাত্মা গান্ধী এবং ঐতিহাসিক ডান্ডি যাত্রায় অংশগ্রহণকারীদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Posted On: 12 MAR 2025 9:01AM by PIB Agartala

নয়াদিল্লি, ১২ মার্চ , ২০২৫ : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ঐতিহাসিক ডান্ডি যাত্রায় অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:

“ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নির্ণায়ক অধ্যায়, ঐতিহাসিক ডান্ডি যাত্রায় যাঁরা অংশগ্রহণ করেছিলেন, তাঁদের সবাইকে আজ শ্রদ্ধা জানাই। মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই যাত্রা, দেশজুড়ে আত্মনির্ভরতা ও স্বাধীনতার আন্দোলনের সূচনা করেছিল। ডান্ডি যাত্রায় অংশগ্রহণকারীদের সাহস, ত্যাগ এবং সত্য ও অহিংসার প্রতি তাঁদের অটল অঙ্গীকার প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলবে।”

SKC/NS/Agt


(Release ID: 2111054) Visitor Counter : 6


Read this release in: English